ETV Bharat / sitara

"যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে আমি সব করেছি, তাঁরা ক্ষমা চান" - CBI

অনেকেই বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই সুশান্তের মৃত্যু নিয়ে শেখর সুমন সরব হয়েছিলেন । যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর বিন্দুমাত্রও মাথাব্যথা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন । আর তাই যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য তিনি এসব করেছেন তাঁদের এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি ।

asd
zsd
author img

By

Published : Nov 18, 2020, 10:49 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন শেখর সুমন । এই মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি । তার জন্য নেটিজ়েনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে । অনেকেই বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই সুশান্তের মৃত্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন । যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর বিন্দুমাত্রও মাথাব্যথা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন । আর তাই যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য তিনি এসব করেছেন তাঁদের এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি ।

সম্প্রতি একটি টুইট করেন শেখর । সেখানে তিনি লেখেন, "সুশান্তের মৃত্যুর পর যখন আমি পটনায় তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম, তখন অনেকেই অভিযোগ তুলেছিলেন যে আমি নাকি রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই এই সব করছি । তবে বিহারের নির্বাচন এল ও মিটে গেল, কিন্তু তা নিয়ে আমার কোনও মাথাব্যথাই ছিল না । আর যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবার তাঁরা প্রকাশ্যে আসুন ও আমার কাছে ক্ষমা চান ।"

  • When I met Tejashwi Yadav in connection with Sushant in Patna,a lot of ppl accused me of having political ambitions.The Bihar elections have come n gone and I cldnt care a fig about it.Wd these creeps who accused me now come forward and say sorry to me.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এরপরই বিষয়টি নিয়ে সরব হন শেখর । তারপর একাধিক সমালোচনার মুখে পড়েছিলেন । আর সমালোচকদের এক হাত নিয়ে টুইটারে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "যদি আপনি কোনও সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলেই আপনি সেটা প্রচারের জন্য করছেন আর যদি না করেন তাহলেই আপনি হয়ে যাবেন স্বার্থকেন্দ্রিক, ভীতু ও স্বার্থপর । আসলে কোনও অবস্থান নেওয়ার জন্য কাউকে একাধিকবার ভাবতে হবে । সব সময় আপনি যা করেন তার পিছনে উদ্দেশ্য থাকে না ।"

  • If you fight for a problem you are doing it for publicity,if you don't you are a self-centered,coward and a selfish https://t.co/ANiSd9uF8G has to think a million times before taking a stand.There ain't always a motive behind what you do.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "জীবনের সব থেকে বড় সম্পত্তি টাকা, খ্যাতি বা ক্ষমতা নয় । আসলে অভ্যন্তরীণ সুখ ও তৃপ্তিটাই অনেক বড় বিষয় ।"

  • Life's biggest asset is not money or fame or power or position but inner happiness,contentment and satisfaction.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন শেখর সুমন । এই মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি । তার জন্য নেটিজ়েনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে । অনেকেই বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই সুশান্তের মৃত্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন । যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর বিন্দুমাত্রও মাথাব্যথা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন । আর তাই যাঁরা বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য তিনি এসব করেছেন তাঁদের এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন তিনি ।

সম্প্রতি একটি টুইট করেন শেখর । সেখানে তিনি লেখেন, "সুশান্তের মৃত্যুর পর যখন আমি পটনায় তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম, তখন অনেকেই অভিযোগ তুলেছিলেন যে আমি নাকি রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্যই এই সব করছি । তবে বিহারের নির্বাচন এল ও মিটে গেল, কিন্তু তা নিয়ে আমার কোনও মাথাব্যথাই ছিল না । আর যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবার তাঁরা প্রকাশ্যে আসুন ও আমার কাছে ক্ষমা চান ।"

  • When I met Tejashwi Yadav in connection with Sushant in Patna,a lot of ppl accused me of having political ambitions.The Bihar elections have come n gone and I cldnt care a fig about it.Wd these creeps who accused me now come forward and say sorry to me.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এরপরই বিষয়টি নিয়ে সরব হন শেখর । তারপর একাধিক সমালোচনার মুখে পড়েছিলেন । আর সমালোচকদের এক হাত নিয়ে টুইটারে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "যদি আপনি কোনও সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলেই আপনি সেটা প্রচারের জন্য করছেন আর যদি না করেন তাহলেই আপনি হয়ে যাবেন স্বার্থকেন্দ্রিক, ভীতু ও স্বার্থপর । আসলে কোনও অবস্থান নেওয়ার জন্য কাউকে একাধিকবার ভাবতে হবে । সব সময় আপনি যা করেন তার পিছনে উদ্দেশ্য থাকে না ।"

  • If you fight for a problem you are doing it for publicity,if you don't you are a self-centered,coward and a selfish https://t.co/ANiSd9uF8G has to think a million times before taking a stand.There ain't always a motive behind what you do.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "জীবনের সব থেকে বড় সম্পত্তি টাকা, খ্যাতি বা ক্ষমতা নয় । আসলে অভ্যন্তরীণ সুখ ও তৃপ্তিটাই অনেক বড় বিষয় ।"

  • Life's biggest asset is not money or fame or power or position but inner happiness,contentment and satisfaction.

    — Shekhar Suman (@shekharsuman7) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.