ETV Bharat / sitara

ইনস্টাগ্রাম জয়েন করতে চান শর্মিলা, জানালেন সইফ - শর্মিলা ঠাকুরের ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম জয়েন করতে চান শর্মিলা ঠাকুর । এক অনলাইন সাক্ষাৎকারে জানালেন সইফ আলি খান ।

saif ali khan on sharmila tagore
saif ali khan on sharmila tagore
author img

By

Published : Apr 24, 2020, 4:27 PM IST

মুম্বই : সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন করিনা কাপুর । আর তিনিই মনে হয় বাড়ির অন্য়ান্য সদস্যদের এই সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ঢুকতে অনুপ্রাণিত করছেন । নাহলে শর্মিলা ঠাকুর, যিনি তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতেই পছন্দ করেন, তিনি ইনস্টাগ্রাম জয়েন করার ইচ্ছেপ্রকাশ করেন ?

রাজীব মাসান্দের সঙ্গে একটি অনলাইন সাক্ষাৎকারে সইফ আলি খান এমনই জানালেন । বললেন, "আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম । হঠাৎ মা বলল যে ও নাকি ইনস্টাগ্রাম জয়েন করতে চায় ।"

শুনে কী প্রতিক্রিয়া সইফের ? তিনি বললেন, "আমি মাকে বললাম যে, তুমি জয়েন করতেই পার । তবে তোমায় সেখানে ছবি শেয়ার করতে হবে জানো তো ? শুনে মা বলল, হ্য়াঁ, আমায় তাহলে পতৌদি যেতে হবে, আমার গোলাপগুলোর ছবি তুলতে ।"

মায়ের এই ইচ্ছে শুনে সইফেরও একটু একটু ইচ্ছে হচ্ছে এবার ইনস্টাগ্রাম জয়েন করার । তিনি বললেন. "মা যদি জয়েন করে, আমিও হয়তো জয়েন করে যাব ।" করিনা কাপুরের দেখাদেখি এখন পুরো পরিবার ইনস্টাগ্রামমুখী হতে চলেছেন বোধহয় ।

তবে এই লকডাউনের মধ্যে সেলেব্রিটিদের ওয়ার্কআউট ভিডিয়ো শেয়ার করা নিয়ে খুব একটা খুশি নন সইফ । এই প্র্যাক্টিসকে তিনি "মাইন্ডলেস" বলেই মনে করেন, জানালেন রাজীবকে ।

মুম্বই : সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন করিনা কাপুর । আর তিনিই মনে হয় বাড়ির অন্য়ান্য সদস্যদের এই সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ঢুকতে অনুপ্রাণিত করছেন । নাহলে শর্মিলা ঠাকুর, যিনি তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতেই পছন্দ করেন, তিনি ইনস্টাগ্রাম জয়েন করার ইচ্ছেপ্রকাশ করেন ?

রাজীব মাসান্দের সঙ্গে একটি অনলাইন সাক্ষাৎকারে সইফ আলি খান এমনই জানালেন । বললেন, "আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম । হঠাৎ মা বলল যে ও নাকি ইনস্টাগ্রাম জয়েন করতে চায় ।"

শুনে কী প্রতিক্রিয়া সইফের ? তিনি বললেন, "আমি মাকে বললাম যে, তুমি জয়েন করতেই পার । তবে তোমায় সেখানে ছবি শেয়ার করতে হবে জানো তো ? শুনে মা বলল, হ্য়াঁ, আমায় তাহলে পতৌদি যেতে হবে, আমার গোলাপগুলোর ছবি তুলতে ।"

মায়ের এই ইচ্ছে শুনে সইফেরও একটু একটু ইচ্ছে হচ্ছে এবার ইনস্টাগ্রাম জয়েন করার । তিনি বললেন. "মা যদি জয়েন করে, আমিও হয়তো জয়েন করে যাব ।" করিনা কাপুরের দেখাদেখি এখন পুরো পরিবার ইনস্টাগ্রামমুখী হতে চলেছেন বোধহয় ।

তবে এই লকডাউনের মধ্যে সেলেব্রিটিদের ওয়ার্কআউট ভিডিয়ো শেয়ার করা নিয়ে খুব একটা খুশি নন সইফ । এই প্র্যাক্টিসকে তিনি "মাইন্ডলেস" বলেই মনে করেন, জানালেন রাজীবকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.