ETV Bharat / sitara

মাদাম তুসো মিউজ়িয়ামে উদ্বোধন শাহিদের মোমের মূর্তি - undefined

সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে বসল শাহিদ কাপুরের মোমের মূর্তি। সাতদিন পর থেকেই দর্শক দেখতে পাবেন এই মূর্তি।

ফোটো সৌজন্য VIRAL
author img

By

Published : May 16, 2019, 3:25 PM IST

মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মার পর এবার শাহিদ কাপুরের মূর্তি বসল মাদাম তুসো মিউজ়িয়ামে। আজ সকালে ফেসবুক লাইভ করলেন শাহিদ।

এর আগে টুইট করে খবরটি দিয়েছিলেন শাহিদ। তিনি লিখেছিলেন, "আজ থেকে সাতদিন, এরপরই আমার প্রথম ও একমাত্র মোমের মূর্তি থাকবে মাদাম তুসো সিঙ্গাপুরে। সঙ্গে থাকুন!!!"

আজ উদ্বোধনে শাহিদের সঙ্গে ছিলেন মীরা রাজপুতও। কী হল সেখানে, দেখুন ভিডিয়োয়...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে একাধিক বলিউড তারকার মোমের মূর্তি রাখা হয়েছে মাদাম তুসোয়। বিশ্বজুড়ে বিভিন্ন শহরে বিভিন্ন ভারতীয় তারকার মূর্তি আছে। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান বা সচিনের মূর্তি যেমন স্থান পেয়েছে মাদমা তুসোর মূল মিউজ়িয়ামে। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা, দলজিৎ দোসাঞ্জ, সানি লিওন, মহেশ বাবু সহ আরও অনেকের মূর্তি রয়েছে।

শাহিদ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'কবির সিং' নিয়ে। সম্প্রতি ছবির টিজ়ার সামনে এসেছে। আগামী ১৩ মে ছবির ট্রেলার সামনে আসার কথা। শাহিদের বিপরীতে থাকছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটি দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক।


Conclusion:

মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মার পর এবার শাহিদ কাপুরের মূর্তি বসল মাদাম তুসো মিউজ়িয়ামে। আজ সকালে ফেসবুক লাইভ করলেন শাহিদ।

এর আগে টুইট করে খবরটি দিয়েছিলেন শাহিদ। তিনি লিখেছিলেন, "আজ থেকে সাতদিন, এরপরই আমার প্রথম ও একমাত্র মোমের মূর্তি থাকবে মাদাম তুসো সিঙ্গাপুরে। সঙ্গে থাকুন!!!"

আজ উদ্বোধনে শাহিদের সঙ্গে ছিলেন মীরা রাজপুতও। কী হল সেখানে, দেখুন ভিডিয়োয়...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে একাধিক বলিউড তারকার মোমের মূর্তি রাখা হয়েছে মাদাম তুসোয়। বিশ্বজুড়ে বিভিন্ন শহরে বিভিন্ন ভারতীয় তারকার মূর্তি আছে। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান বা সচিনের মূর্তি যেমন স্থান পেয়েছে মাদমা তুসোর মূল মিউজ়িয়ামে। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা, দলজিৎ দোসাঞ্জ, সানি লিওন, মহেশ বাবু সহ আরও অনেকের মূর্তি রয়েছে।

শাহিদ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'কবির সিং' নিয়ে। সম্প্রতি ছবির টিজ়ার সামনে এসেছে। আগামী ১৩ মে ছবির ট্রেলার সামনে আসার কথা। শাহিদের বিপরীতে থাকছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটি দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক।


Conclusion:

Intro:Body:

মাদাম তুসো মিউজ়িয়ামে উদ্বোধন শাহিদের মোমের মূর্তি



সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে বসল শাহিদ কাপুরের মোমের মূর্তি। সাতদিন পর থেকেই দর্শক দেখতে পাবেন এই মূর্তি।



মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মার পর এবার শাহিদ কাপুরের মূর্তি বসল মাদাম তুসো মিউজ়িয়ামে। আজ সকালে ফেসবুক লাইভ করলেন শাহিদ।



এর আগে টুইট করে খবরটি দিয়েছিলেন শাহিদ। তিনি লিখেছিলেন, "আজ থেকে সাতদিন, এরপরই আমার প্রথম ও একমাত্র মোমের মূর্তি থাকবে মাদাম তুসো সিঙ্গাপুরে। সঙ্গে থাকুন!!!"



আজ উদ্বোধনে শাহিদের সঙ্গে ছিলেন মীরা রাজপুতও। কী হল সেখানে, দেখুন ভিডিয়োয়...



এর আগে একাধিক বলিউড তারকার মোমের মূর্তি রাখা হয়েছে মাদাম তুসোয়। বিশ্বজুড়ে বিভিন্ন শহরে বিভিন্ন ভারতীয় তারকার মূর্তি আছে। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান বা সচিনের মূর্তি যেমন স্থান পেয়েছে মাদমা তুসোর মূল মিউজ়িয়ামে। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা, দলজিৎ দোসাঞ্জ, সানি লিওন, মহেশ বাবু সহ আরও অনেকের মূর্তি রয়েছে।



শাহিদ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'কবির সিং' নিয়ে। সম্প্রতি ছবির টিজ়ার সামনে এসেছে। আগামী ১৩ মে ছবির ট্রেলার সামনে আসার কথা। শাহিদের বিপরীতে থাকছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটি দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক।


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.