ETV Bharat / sitara

'জার্সি'-র শুটিংয়ের জন্য উত্তরাখণ্ড যাচ্ছেন শাহিদ - Shahid in Uttarakhand for Jersey

পরবর্তী ছবি 'জার্সি'-র শুটিংয়ের জন্য 30 সেপ্টেম্বর উত্তরাখণ্ড যাচ্ছেন শাহিদ কাপুর । 10 অক্টোবর পর্যন্ত দেরাদুন, মুসৌরি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুটিং করবেন তিনি ।

asd
ads
author img

By

Published : Sep 22, 2020, 6:07 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড) : শাহিদ কাপুরের পরবর্তী ছবি 'জার্সি'। সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এই ছবির শুটিংয়ের জন্য 30 সেপ্টেম্বর উত্তরাখণ্ড যাবেন তিনি ।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শাহিদের একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে 'বাত্তি গুল মিটার চালু' ও 'কবির সিং' অন্যতম ।

সূত্রের খবর, 10 অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডে থাকবেন শাহিদ । দেরাদুন, মুসৌরি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুটিং করবেন তিনি ।

এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে । এছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।

গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল এই ছবির শুটিং । এদিকে মার্চের শুরুর দিকে লকডাউন জারি করা হয় । তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল বলিউডের একাধিক ছবির শুটিং । বন্ধ হয়ে যায় 'জার্সি'-র শুটিংও । তারপর থেকেই বাড়িতে ছিলেন শাহিদ । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি । তবে কোরোনা পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । আর এবার 'জার্সি'-র শুটিং শুরু করতে চলেছেন শাহিদ ।

দেরাদুন (উত্তরাখণ্ড) : শাহিদ কাপুরের পরবর্তী ছবি 'জার্সি'। সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এই ছবির শুটিংয়ের জন্য 30 সেপ্টেম্বর উত্তরাখণ্ড যাবেন তিনি ।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শাহিদের একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে 'বাত্তি গুল মিটার চালু' ও 'কবির সিং' অন্যতম ।

সূত্রের খবর, 10 অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডে থাকবেন শাহিদ । দেরাদুন, মুসৌরি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুটিং করবেন তিনি ।

এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে । এছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।

গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল এই ছবির শুটিং । এদিকে মার্চের শুরুর দিকে লকডাউন জারি করা হয় । তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল বলিউডের একাধিক ছবির শুটিং । বন্ধ হয়ে যায় 'জার্সি'-র শুটিংও । তারপর থেকেই বাড়িতে ছিলেন শাহিদ । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি । তবে কোরোনা পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । আর এবার 'জার্সি'-র শুটিং শুরু করতে চলেছেন শাহিদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.