ETV Bharat / sitara

মিরার জন্য প্রথমবার রান্না করলেন শাহিদ - Shahid cooks pasta

5 বছরে প্রথমবার স্ত্রী মিরা রাজপুতের জন্য রান্না করলে শাহিদ কাপুর । যা খেয়ে খুবই খুশি মিরা । সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন তিনি ।

ে্ি
্ি
author img

By

Published : Jun 12, 2020, 7:12 PM IST

মুম্বই : এবার শেফের ভূমিকায় দেখা গেল শাহিদ কাপুরকে । সৌজন্যে তাঁর স্ত্রী মিরা রাজপুত । স্ত্রীর জন্যই প্রথমবার রান্না করলেন তিনি ।

5 বছরে এই প্রথমবার স্ত্রীর জন্য রান্না করলেন শাহিদ । তবে পঞ্চব্যাঞ্জন রান্না করতে না পারলেও সেরা পাস্তাটা স্ত্রীকে রান্না করে খাইয়েছেন তিনি । আর তাতে খুই খুশি মিরা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে শাহিদের রান্না করা পাস্তার ছবি পোস্ট করেছেন মিরা । তার ক্যাপশনে তিনি লেখেন, "5 বছরে এই প্রথমবার রান্না করল বর । আর এটা ছিল আমার খাওয়া সবথেকে সেরা পাস্তা ।"

sdf
মিরার পোস্ট

আসলে বছরের অন্য সময় কাজের চাপে আর বাড়িতে তেমন একটা সময় কাটাতে পারেন না তারকারা । সেই কারণে পরিবারকেও সঠিক সময় দেওয়া সম্ভব হয় না । শুটিংয়ের জেরে কখনও বাড়িও ফিরতে পারেন না তাঁরা । কিন্তু, লকডাউন তাঁদের সেই সুযোগ করে দিয়েছে । এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন তাঁরা । বাদ যাননি শাহিদও ।

2015 সালে মিরাকে বিয়ে করেন শাহিদ । বিয়ের এক বছর পরই মেয়ে মিশার জন্ম দেন মিরা । এরপর 2018-তে জন্ম হয় তাঁদের ছেলে জ়েনের । কিন্তু, কাজের চাপে এতদিন মিরার জন্য রান্না করতে পারেননি শাহিদ । কিন্তু, লকডাউনের মধ্যে সেই কাজ করে ফেলেছেন তিনি । স্ত্রীর জন্য রান্না করেছেন পাস্তা । যা খেয়ে খুশি মিরা ।

পরবর্তী ছবি 'জার্সি'-তে দেখা যাবে শাহিদকে । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তিনি । লকডাউনের আগে শুরু হেয়ছিল ছবির শুটিং । কিন্তু, তারপর তা বন্ধ হয়ে যায় । তবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । এই ছবিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ ত্রিপাঠীকে । রয়েছেন ম্রুনাল ঠাকুরও ।

মুম্বই : এবার শেফের ভূমিকায় দেখা গেল শাহিদ কাপুরকে । সৌজন্যে তাঁর স্ত্রী মিরা রাজপুত । স্ত্রীর জন্যই প্রথমবার রান্না করলেন তিনি ।

5 বছরে এই প্রথমবার স্ত্রীর জন্য রান্না করলেন শাহিদ । তবে পঞ্চব্যাঞ্জন রান্না করতে না পারলেও সেরা পাস্তাটা স্ত্রীকে রান্না করে খাইয়েছেন তিনি । আর তাতে খুই খুশি মিরা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে শাহিদের রান্না করা পাস্তার ছবি পোস্ট করেছেন মিরা । তার ক্যাপশনে তিনি লেখেন, "5 বছরে এই প্রথমবার রান্না করল বর । আর এটা ছিল আমার খাওয়া সবথেকে সেরা পাস্তা ।"

sdf
মিরার পোস্ট

আসলে বছরের অন্য সময় কাজের চাপে আর বাড়িতে তেমন একটা সময় কাটাতে পারেন না তারকারা । সেই কারণে পরিবারকেও সঠিক সময় দেওয়া সম্ভব হয় না । শুটিংয়ের জেরে কখনও বাড়িও ফিরতে পারেন না তাঁরা । কিন্তু, লকডাউন তাঁদের সেই সুযোগ করে দিয়েছে । এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন তাঁরা । বাদ যাননি শাহিদও ।

2015 সালে মিরাকে বিয়ে করেন শাহিদ । বিয়ের এক বছর পরই মেয়ে মিশার জন্ম দেন মিরা । এরপর 2018-তে জন্ম হয় তাঁদের ছেলে জ়েনের । কিন্তু, কাজের চাপে এতদিন মিরার জন্য রান্না করতে পারেননি শাহিদ । কিন্তু, লকডাউনের মধ্যে সেই কাজ করে ফেলেছেন তিনি । স্ত্রীর জন্য রান্না করেছেন পাস্তা । যা খেয়ে খুশি মিরা ।

পরবর্তী ছবি 'জার্সি'-তে দেখা যাবে শাহিদকে । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তিনি । লকডাউনের আগে শুরু হেয়ছিল ছবির শুটিং । কিন্তু, তারপর তা বন্ধ হয়ে যায় । তবে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । এই ছবিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ ত্রিপাঠীকে । রয়েছেন ম্রুনাল ঠাকুরও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.