ETV Bharat / sitara

চোটের পর মাস্ক পরে মুম্বই ফিরলেন শাহিদ কাপুর - Mira Rajput

শুটিংয়ের আগে অনুশীলনের সময় হঠাৎই বল লাগে শাহিদের নিচের ঠোঁটে । তাঁর ঠোঁট ফেটে যায় । বেশ কিছু সেলাই পড়েছে বলেও জানিয়েছেন অভিনেতা । এরপর আজ সকালে মাস্ক করে মুম্বই ফেরেন তিনি ।

ে্ি
ে্
author img

By

Published : Jan 12, 2020, 4:53 PM IST

মুম্বই : 'জার্সি'-র শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত শাহিদ কাপুর । সেখানে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তিনি । সম্প্রতি ক্রিকেট খেলতে গিয়ে বল লেগে ফেটে যায় তাঁর ঠোঁট । এরপর আজ সকালে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে । যদিও মুখ ঢেকে রেখেছিলেন শাহিদ ।

চণ্ডীগড়ে চলছিল শুটিং । টিমের তরফে জানা গেছে, অনুশীলন চলার সময় হঠাৎই বলটি শাহিদের নিচের ঠোঁটে লাগে । সঙ্গে সঙ্গে ফেটে যায় ঠোঁট । তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে । তাঁর ঠোঁটে বেশ কয়েকটি সেলাইও পড়েছে । ঠোঁটের অবস্থা খুবই খারাপ । যতক্ষণ ঠোঁটের ফোলা ভাব না কমছে ততক্ষণ তিনি শুটিং করতে পারবেন না বলেও জানানো হয়েছে ।

আরও পড়ুন : 'জার্সি'-র সেটে রক্তাক্ত শাহিদের ঠোঁট

এরপর আজ সকালে মীরার সঙ্গে বিশ্রামের জন্য চণ্ডীগড় থেকে সোজা মুম্বই চলে আসেন শাহিদ । বাড়ি ফেরার পরই টুইট করে তিনি লেখেন, "আমার মুখে কিছু সেলাই পড়েছে । তবে খুব তাড়াতাড়ি সেরে উঠছি ।" এমনকী, তাঁর শরীরের জন্য উদ্বেগ প্রকাশ করায় ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

  • Thank you for all the concern. Yes I have got a few stitches but am recovering fast. #jersey has taken a little bit of my blood but a script this good deserves that in the least. Have a good one you all. Keep it real. Make it count. Spread the love. Humanity above all.

    — Shahid Kapoor (@shahidkapoor) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জার্সি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহিদ । এটি একটি তেলুগু ছবির রিমেক । ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করে । এক 36 বছর বয়সি ব্যক্তির গল্প । যে একটা সময় ক্রিকেট খেলত । কিন্তু, কোনও কারণে তা ছেড়ে দেয় । এরপর 36 বছর বয়সে পৌঁছে আবার ক্রিকেট খেলা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয় । এই ছবিতে মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ কাপুরকে । পরিচালনায় গৌতম তিন্নানুরি । সব ঠিক থাকলে আগামী বছর 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : 'জার্সি'-র শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত শাহিদ কাপুর । সেখানে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তিনি । সম্প্রতি ক্রিকেট খেলতে গিয়ে বল লেগে ফেটে যায় তাঁর ঠোঁট । এরপর আজ সকালে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে । যদিও মুখ ঢেকে রেখেছিলেন শাহিদ ।

চণ্ডীগড়ে চলছিল শুটিং । টিমের তরফে জানা গেছে, অনুশীলন চলার সময় হঠাৎই বলটি শাহিদের নিচের ঠোঁটে লাগে । সঙ্গে সঙ্গে ফেটে যায় ঠোঁট । তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে । তাঁর ঠোঁটে বেশ কয়েকটি সেলাইও পড়েছে । ঠোঁটের অবস্থা খুবই খারাপ । যতক্ষণ ঠোঁটের ফোলা ভাব না কমছে ততক্ষণ তিনি শুটিং করতে পারবেন না বলেও জানানো হয়েছে ।

আরও পড়ুন : 'জার্সি'-র সেটে রক্তাক্ত শাহিদের ঠোঁট

এরপর আজ সকালে মীরার সঙ্গে বিশ্রামের জন্য চণ্ডীগড় থেকে সোজা মুম্বই চলে আসেন শাহিদ । বাড়ি ফেরার পরই টুইট করে তিনি লেখেন, "আমার মুখে কিছু সেলাই পড়েছে । তবে খুব তাড়াতাড়ি সেরে উঠছি ।" এমনকী, তাঁর শরীরের জন্য উদ্বেগ প্রকাশ করায় ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

  • Thank you for all the concern. Yes I have got a few stitches but am recovering fast. #jersey has taken a little bit of my blood but a script this good deserves that in the least. Have a good one you all. Keep it real. Make it count. Spread the love. Humanity above all.

    — Shahid Kapoor (@shahidkapoor) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জার্সি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহিদ । এটি একটি তেলুগু ছবির রিমেক । ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করে । এক 36 বছর বয়সি ব্যক্তির গল্প । যে একটা সময় ক্রিকেট খেলত । কিন্তু, কোনও কারণে তা ছেড়ে দেয় । এরপর 36 বছর বয়সে পৌঁছে আবার ক্রিকেট খেলা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয় । এই ছবিতে মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ কাপুরকে । পরিচালনায় গৌতম তিন্নানুরি । সব ঠিক থাকলে আগামী বছর 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.