মুম্বই : ৮ অগাস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে শাহরুখকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য দেওয়া হবে 'এক্সেলেন্স ইন সিনেমা' অ্যাওয়ার্ড। এই সম্মানে উচ্ছ্বসিত শাহরুখ।
২৯ তম 'গভর্নর অফ ভিক্টোরিয়া' লিন্ডা ডেসোও এই পুরস্কার তুলে দেবেন শাহরুখের হাতে। অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিকাঠামোয় 'গভর্নর অফ ভিক্টোরিয়া' পোস্টের প্রথম মহিলা দাবীদার লিন্ডা। পুরস্কার পাওয়ার সাথে সাথে লিন্ডার সঙ্গে দেখা করার উৎসাহও অফুরন্ত শাহরুখের।
IANS-কে বললেন শাহরুখ, "এই পুরস্কার ও সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। আমার সহকর্মীদের সঙ্গে এই মঞ্চ শেয়ার করতে পারব, একটা দারুণ অভিজ্ঞতা হবে। আর লিন্ডা ডেসোওর সঙ্গে দেখা করার জন্যও আমি মুখিয়ে রয়েছি।"
ফেস্টিভালের ডিরেক্টর মিতু ভৌমিকের মতে, "হিন্দি ছবিতে কোনও একজন পথিকৃতের কথা ভাবলে সবার প্রথমে মিস্টার খানের কথাই মনে এসেছিল আমাদের।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">