ETV Bharat / sitara

দুঃসংবাদ শাহরুখের বাড়িতে - শাহরুখ খানের বোন মৃত

মারা গেলেন শাহরুখ খানের কাসিন বা বোন নূর জাহান । 52 বছর বয়সে পাকিস্তানের পেশাওয়ার শহরে মৃত্যবরণ করলেন তিনি ।

Shah Rukh Khan's cousin Noor Jahan dies in Peshawar
Shah Rukh Khan's cousin Noor Jahan dies in Peshawar
author img

By

Published : Jan 29, 2020, 10:48 AM IST

পেশাওয়ার : নূর জাহান, শাহরুখ খানের এক তুতো বোন, ঢোলে পড়লেন মৃত্যুর কোলে । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নূর । তাঁর স্বামী আসিফ বুরহান জানান যে, মুখের ক্য়ানসারে ভুগছিলেন নূর । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

রাজনৈতিক ভাবে বেশ সক্রিয় ছিলেন নূর । পেশাওয়ারের মহাল্লাহ শাহ ওয়ালি কাতাল অঞ্চলে বসবাস করাকালীন, তিনি জেলা ও শহর কাউন্সিলর পদে আসীন ছিলেন কিছুদিন । 2018 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে দাঁড়ানোর জন্য নমিনেশনও জমা করেছিলেন তিনি, তবে বাতিল করেন শেষ মুহূর্তে ।

আসিফ সেই সংবাদমাধ্যমকে জানান যে, শাহরুখের বাবা ও নূরের বাবা ভাই ছিলেন । তিনি এটাও বলেন যে, বোনের সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতেন শাহরুখ । 1997 ও 2011 সালে শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতেও আসেন নূর । অন্যদিকে শাহরুখও ছোটোবেলায় নূরের বাড়ি যান দু'বার ।

'জ়িরো' ফ্লপ হওয়ার পর থেকেই শাহরুখকে আর দেখা যায়নি বড় পরদায় । যদিও 'লায়ন কিং' অ্যানিমেশন ফিল্মে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ, তবুও অভিনয় থেকে এতদিন ধরে দূরেই আছেন তিনি ।

নূর জাহানের মৃত্যু শাহরুখের জন্য নিঃসন্দেহে দুঃখের খবর । তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার ।

পেশাওয়ার : নূর জাহান, শাহরুখ খানের এক তুতো বোন, ঢোলে পড়লেন মৃত্যুর কোলে । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নূর । তাঁর স্বামী আসিফ বুরহান জানান যে, মুখের ক্য়ানসারে ভুগছিলেন নূর । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

রাজনৈতিক ভাবে বেশ সক্রিয় ছিলেন নূর । পেশাওয়ারের মহাল্লাহ শাহ ওয়ালি কাতাল অঞ্চলে বসবাস করাকালীন, তিনি জেলা ও শহর কাউন্সিলর পদে আসীন ছিলেন কিছুদিন । 2018 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে দাঁড়ানোর জন্য নমিনেশনও জমা করেছিলেন তিনি, তবে বাতিল করেন শেষ মুহূর্তে ।

আসিফ সেই সংবাদমাধ্যমকে জানান যে, শাহরুখের বাবা ও নূরের বাবা ভাই ছিলেন । তিনি এটাও বলেন যে, বোনের সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতেন শাহরুখ । 1997 ও 2011 সালে শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতেও আসেন নূর । অন্যদিকে শাহরুখও ছোটোবেলায় নূরের বাড়ি যান দু'বার ।

'জ়িরো' ফ্লপ হওয়ার পর থেকেই শাহরুখকে আর দেখা যায়নি বড় পরদায় । যদিও 'লায়ন কিং' অ্যানিমেশন ফিল্মে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ, তবুও অভিনয় থেকে এতদিন ধরে দূরেই আছেন তিনি ।

নূর জাহানের মৃত্যু শাহরুখের জন্য নিঃসন্দেহে দুঃখের খবর । তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার ।

Intro:Body:

দুঃসংবাদ শাহরুখের বাড়িতে



মারা গেলেন শাহরুখ খানের কাসিন বা তুতো বোন নূর জাহান । 52 বছর বয়সে পাকিস্তানের পেশাওয়ার শহরে মৃত্যবরণ করলেন তিনি ।



পেশাওয়ার : নূর জাহান, শাহরুখ খানের এক তুতো বোন, ঢোলে পড়লেন মৃত্যুর কোলে । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নূর । তাঁর স্বামী আসিফ বুরহান জানান যে, মুখের ক্য়ানসারে ভুগছিলেন নূর । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।



রাজনৈতিক ভাবে বেশ সক্রিয় ছিলেন নূর । পেশাওয়ারের মহাল্লাহ শাহ ওয়ালি কাতাল অঞ্চলে বসবাস করাকালীন, তিনি জেলা ও শহর কাউন্সিলর পদে আসীন ছিলেন কিছুদিন । 2018 সালের পাকিস্তানের নির্বাচনে দাঁড়ানোর জন্য নমিনেশনও জমা করেছিলেন তিনি, তবে বাতিল করেন শেষ মুহূর্তে ।



আসিফ সেই সংবাদমাধ্যমকে জানান যে, শাহরুখের বাবা ও নূরের বাবা ভাই ছিলেন । তিনি এটাও বলেন যে, বোনের সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতেন শাহরুখ । 1997 ও 2011 সালে শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতেও আসেন নূর । অন্যদিকে শাহরুখও ছোটোবেলায় নূরের বাড়ি যান দু'বার ।



'জ়িরো' ফ্লপ হওয়ার পর থেকেই শাহরুখকে আর দেখা যায়নি বড় পরদায় । যদিও 'লায়ন কিং' অ্যানিমেশন ফিল্মে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ, তবুও অভিনয় থেকে এতদিন ধরে দূরেই আছেন তিনি ।



নূর জাহানের মৃত্যু শাহরুখের জন্য নিঃসন্দেহে দুঃখের খবর । তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার থেকে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.