ETV Bharat / sitara

দু'বছর পর শুটে ফিরতে চলেছেন শাহরুখ, শুরু হবে 'পাঠান' - শাহরুখ খানের খবর

দু'বছর পর শুটিংয়ে ফিরতে চলেছেন শাহরুখ খান । শোনা যাচ্ছে এই নভেম্বর থেকেই 'পাঠান'-এর শুটিং শুরু করবেন কিং খান ।

Shah Rukh Khan back to shoot
Shah Rukh Khan back to shoot
author img

By

Published : Oct 20, 2020, 11:49 AM IST

মুম্বই : শাহরুখ খান কবে থেকে শুটিং শুরু করবেন, এই প্রশ্ন শুনে জেরবার হয়ে গেছিলেন অভিনেতা । অবশেষে সুখবর এল । শোনা যাচ্ছে আগামী নভেম্বর থেকেই 'পাঠান'-এর শুটে শুরু করবেন শাহরুখ ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে মুম্বই আন্ধেরিতে, যশরাজ ফিল্মসের স্টুডিয়োতে । নভেম্বর আর ডিসেম্বর এই দুই মাস ধরে মূলত শাহরুখের অংশগুলো শুট করা হবে । এরপর দেখতে দেখতে চলে আসবে নিউ ইয়ার । সেই সময় একটা ছোট্ট ব্রেক নিয়ে ফের শুরু হবে শুটিং । আর তখনই জয়েন করবেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম । জনকে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে ।

এর আগে 'ওয়ার'-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ । সেই ছবির মতো এই ছবিও নাকি একটা স্টাইলিশ রিভেঞ্জ স্টোরি । অ্যাকশন ডিরেক্টর পরভেজ শেখ নাকি ছবির অ্যাকশন ডিরেক্ট করবেন । তবে এই সব খবরই শোনা যাচ্ছে । ETV ভারত এর সত্যতা বিচার করেনি ।

আপাতত দুবাইয়ে রয়েছেন শাহরুখ । সেখানে IPL ম্যাচে তাঁর টিম কলকাতা নাইট রাইডার্স অংশগ্রহণ করেছে । সেখান থেকেই ফিরেই শুরু হবে শাহরুখের শুটিং ।

খবরটি যদি সত্যি হয়, তাহলে ফ্যানেদের উচ্ছ্বাসের কোনও শেষ থাকবে না । সেই 'জ়িরো'-র পর থেকে তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই দিনটার জন্যই ।

মুম্বই : শাহরুখ খান কবে থেকে শুটিং শুরু করবেন, এই প্রশ্ন শুনে জেরবার হয়ে গেছিলেন অভিনেতা । অবশেষে সুখবর এল । শোনা যাচ্ছে আগামী নভেম্বর থেকেই 'পাঠান'-এর শুটে শুরু করবেন শাহরুখ ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে মুম্বই আন্ধেরিতে, যশরাজ ফিল্মসের স্টুডিয়োতে । নভেম্বর আর ডিসেম্বর এই দুই মাস ধরে মূলত শাহরুখের অংশগুলো শুট করা হবে । এরপর দেখতে দেখতে চলে আসবে নিউ ইয়ার । সেই সময় একটা ছোট্ট ব্রেক নিয়ে ফের শুরু হবে শুটিং । আর তখনই জয়েন করবেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম । জনকে এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে ।

এর আগে 'ওয়ার'-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ । সেই ছবির মতো এই ছবিও নাকি একটা স্টাইলিশ রিভেঞ্জ স্টোরি । অ্যাকশন ডিরেক্টর পরভেজ শেখ নাকি ছবির অ্যাকশন ডিরেক্ট করবেন । তবে এই সব খবরই শোনা যাচ্ছে । ETV ভারত এর সত্যতা বিচার করেনি ।

আপাতত দুবাইয়ে রয়েছেন শাহরুখ । সেখানে IPL ম্যাচে তাঁর টিম কলকাতা নাইট রাইডার্স অংশগ্রহণ করেছে । সেখান থেকেই ফিরেই শুরু হবে শাহরুখের শুটিং ।

খবরটি যদি সত্যি হয়, তাহলে ফ্যানেদের উচ্ছ্বাসের কোনও শেষ থাকবে না । সেই 'জ়িরো'-র পর থেকে তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই দিনটার জন্যই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.