ETV Bharat / sitara

'পাঠান' লুকে যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ - Shah Rukh new look

শাহরুখ খানের আপকামিং ছবি 'পাঠান'। এই ছবিতে তাঁকে একেবারে নয়া লুকে দেখা যাবে । সম্প্রতি ওই লুকেই যশ রাজ ফিল্মসের স্টুডিয়োর বাইরে দেখা গেল তাঁকে ।

sdf
sdf
author img

By

Published : Dec 1, 2020, 7:15 AM IST

মুম্বই : পরনে সাদা টি শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট । পিছন থেকে হালকা করে বাঁধা রয়েছে ঘাড় পর্যন্ত নেমে আসা চুল । মুখে খোঁজা দাড়ি ও চোখে সানগ্লাস । গতকাল এই লুকেই যশ রাজ ফিল্মসের স্টুডিয়োর বাইরে দেখা মিলল শাহরুখ খানের ।

শেষবার 2018 সালে 'জ়িরো' ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে । তারপর থেকে আর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি তিনি । শোনা যাচ্ছে, আপকামিং ছবি 'পাঠান' দিয়েই এবার বড় পরদায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ । যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে চলছে এই ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য সেখানে বিশাল সেটও তৈরি করা হয়েছে । গতকাল শুটিংয়ের জন্যই তিনি যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে গিয়েছিলেন বলে অনুমান । আর সেই সময় তাঁর ছবি ক্যামেরাবন্দী করেন পাপারাৎজ়িরা ।

ad
যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

তবে আপকামিং ছবি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি শাহরুখকে । যদিও শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে নয়া লুকে ধরা দেবেন তিনি । আর এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে ।

sdfsf
যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দীপিকা । 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার' ও 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এরপর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা । শোনা গিয়েছে, শাহরুখের সঙ্গে এই ছবিতে মাত্র 20 দিন শুটিং করবেন দীপিকা । ডিসেম্বরের শেষের দিকেই তাঁর অংশের শুটিং শেষ হবে বলে মনে করা হচ্ছে ।

সূত্রের খবর, 'পাঠান' ছাড়াও রাজকুমার হিরানির একটি ছবি রয়েছে শাহরুখের হাতে । এছাড়া দক্ষিণী ছবি নির্মাতা আটলির অ্যাকশন ছবিতেও নাকি দেখা যাবে তাঁকে ।

মুম্বই : পরনে সাদা টি শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট । পিছন থেকে হালকা করে বাঁধা রয়েছে ঘাড় পর্যন্ত নেমে আসা চুল । মুখে খোঁজা দাড়ি ও চোখে সানগ্লাস । গতকাল এই লুকেই যশ রাজ ফিল্মসের স্টুডিয়োর বাইরে দেখা মিলল শাহরুখ খানের ।

শেষবার 2018 সালে 'জ়িরো' ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে । তারপর থেকে আর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি তিনি । শোনা যাচ্ছে, আপকামিং ছবি 'পাঠান' দিয়েই এবার বড় পরদায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ । যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে চলছে এই ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য সেখানে বিশাল সেটও তৈরি করা হয়েছে । গতকাল শুটিংয়ের জন্যই তিনি যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে গিয়েছিলেন বলে অনুমান । আর সেই সময় তাঁর ছবি ক্যামেরাবন্দী করেন পাপারাৎজ়িরা ।

ad
যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

তবে আপকামিং ছবি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি শাহরুখকে । যদিও শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে নয়া লুকে ধরা দেবেন তিনি । আর এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে ।

sdfsf
যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দীপিকা । 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার' ও 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এরপর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা । শোনা গিয়েছে, শাহরুখের সঙ্গে এই ছবিতে মাত্র 20 দিন শুটিং করবেন দীপিকা । ডিসেম্বরের শেষের দিকেই তাঁর অংশের শুটিং শেষ হবে বলে মনে করা হচ্ছে ।

সূত্রের খবর, 'পাঠান' ছাড়াও রাজকুমার হিরানির একটি ছবি রয়েছে শাহরুখের হাতে । এছাড়া দক্ষিণী ছবি নির্মাতা আটলির অ্যাকশন ছবিতেও নাকি দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.