ETV Bharat / sitara

নিজের নামে ছড়ানো গুজব নিয়ে মুখ খুললেন কিং খান - mumbai

বড় পরদায় কিং খানের অনুপস্থিতি নিয়ে অনেক গুজব ছড়িয়েছে । সেই গুজব নিয়ে টুইট করলেন শাহরুখ । জানালেন, তিনি যে এত ছবিতে সাইন করেছেন নিজেই জানতেন না ।

শাহরুখ
author img

By

Published : Sep 8, 2019, 6:54 PM IST

মুম্বই : 2018 সালে 'জ়িরো' করার পর থেকে আরও কোনও ছবিতে অভিনয় করেননি শাহরুখ খান । বড় পরদায় কিং খানের এই অনুপস্থিতি নিয়ে অনেক গুজব ছড়িয়েছে ।

খবর ছড়িয়েছিল যে, সঞ্জয়লীলা বনশালীর 'ইনশাল্লাহ' ছবিতে সলমন খানের জায়গায় শাহরুখ খান অভিনয় করবেন । সবচেয়ে বড় গুজব ছড়িয়েছিল যে, তিনি পরিচালক আলি আব্বাস জাফরের পরবর্তী প্রজেক্টের অংশ হতে চলেছেন ।

এই সমস্ত জল্পনার প্রতিক্রিয়ায় শাহরুখ আজ একটি টুইট করেন । তিনি লেখেন, "আমার অনুপস্থিতিতে, আমার পিছনে হওয়া কথাগুলি জেনে ভালো লাগে । আমি যে গোপনীয়তার সঙ্গে এতগুলো ছবিতে সাইন করেছি তা আমি নিজেই জানি না ।"

  • It’s always nice to know that in my absence & behind my back , I have surreptitiously signed so many films that even I am not aware of!! Boys & girls I do a film when I say I am doing it....otherwise it’s just post truth.

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "সবাই শুনুন, আমি যখন কোনও ছবি করি তখন আমি নিজেই জানাই যে আমি এটা করছি..."

শাহরুখ বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । কিন্তু প্রযোজক হিসেবে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর প্রযোজনায় ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড' খুব তাড়াতাড়ি দর্শকের সামনে আসতে চলেছে ।

মুম্বই : 2018 সালে 'জ়িরো' করার পর থেকে আরও কোনও ছবিতে অভিনয় করেননি শাহরুখ খান । বড় পরদায় কিং খানের এই অনুপস্থিতি নিয়ে অনেক গুজব ছড়িয়েছে ।

খবর ছড়িয়েছিল যে, সঞ্জয়লীলা বনশালীর 'ইনশাল্লাহ' ছবিতে সলমন খানের জায়গায় শাহরুখ খান অভিনয় করবেন । সবচেয়ে বড় গুজব ছড়িয়েছিল যে, তিনি পরিচালক আলি আব্বাস জাফরের পরবর্তী প্রজেক্টের অংশ হতে চলেছেন ।

এই সমস্ত জল্পনার প্রতিক্রিয়ায় শাহরুখ আজ একটি টুইট করেন । তিনি লেখেন, "আমার অনুপস্থিতিতে, আমার পিছনে হওয়া কথাগুলি জেনে ভালো লাগে । আমি যে গোপনীয়তার সঙ্গে এতগুলো ছবিতে সাইন করেছি তা আমি নিজেই জানি না ।"

  • It’s always nice to know that in my absence & behind my back , I have surreptitiously signed so many films that even I am not aware of!! Boys & girls I do a film when I say I am doing it....otherwise it’s just post truth.

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "সবাই শুনুন, আমি যখন কোনও ছবি করি তখন আমি নিজেই জানাই যে আমি এটা করছি..."

শাহরুখ বর্তমানে কোনও ছবিতে অভিনয় করছেন না । কিন্তু প্রযোজক হিসেবে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর প্রযোজনায় ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড' খুব তাড়াতাড়ি দর্শকের সামনে আসতে চলেছে ।

Intro:Body:

Shahrukh Khan


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.