ETV Bharat / sitara

বুর্জ খলিফার গায়ে শাহরুখের নাম, বাদশাকে জন্মদিনের উপহার দিল দুবাই - শাহরুখ খানের খবর

বাদশাকে জন্মদিনের উপহার দিল দুবাই । বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফার গায়ে লেখা হল 'হ্যাপি বার্থডে শাহরুখ খান' । প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরা হল শাহরুখ অভিনীত বিভিন্ন চরিত্রের ঝলক ।

SRK on Burj Khalifa
SRK on Burj Khalifa
author img

By

Published : Nov 3, 2020, 11:37 AM IST

দুবাই : বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফার গায়ে জ্বলজ্বল করছে শাহরুখের ছবি, তাঁর নাম । ক্যাপিটাল অক্ষরে লেখা 'হ্যাপি বার্থডে শাহরুখ খান' । না না, এটা কোনও সিনেমার দৃশ্য নয় । শাহরুখের জন্মদিনে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানাল দুবাই ।

এখন IPL-এর ম্যাচ উপলক্ষ্যে দুবাইতেই রয়েছেন শাহরুখ । তাই যেন সোনায় সোহাগা হয়ে গেল । বুর্জের সামনে দাঁড়িয়ে পুরোটা দেখতে পেলেন বাদশা । আর সেই ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ।

শাহরুখ লিখেছেন, "দুনিয়ার সবচেয়ে বড় আর লম্বা স্ক্রিনে নিজের নাম দেখে ভালো লাগল । আমার পরবর্তী ছবি আসার আগেই আমায় এই বৃহত্তম স্ক্রিন উপহার দেওয়া হল ।" তাঁকে এই সম্মান দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ।

করণ জোহর ভিডিয়োতে পুরো মুহূর্তটা ক্যাপচার করেছেন । পিছনে বুর্জ খলিফার উপরে চলছে শাহরুখ অভিনীত বিভিন্ন চরিত্রের প্রোজেকশন । আর সামনে দাঁড়িয়ে নিজেই সেইসব প্রত্যক্ষ করছেন অভিনেতা । উচ্ছ্বসিত হয়ে উঠছেন ।

শাহরুখের সঙ্গে করণও তাহলে এখন দুবাইতে রয়েছেন, বোঝা গেল সেটা । দেখে নিন ভিডিয়ো...

দুবাই : বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং বুর্জ খলিফার গায়ে জ্বলজ্বল করছে শাহরুখের ছবি, তাঁর নাম । ক্যাপিটাল অক্ষরে লেখা 'হ্যাপি বার্থডে শাহরুখ খান' । না না, এটা কোনও সিনেমার দৃশ্য নয় । শাহরুখের জন্মদিনে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানাল দুবাই ।

এখন IPL-এর ম্যাচ উপলক্ষ্যে দুবাইতেই রয়েছেন শাহরুখ । তাই যেন সোনায় সোহাগা হয়ে গেল । বুর্জের সামনে দাঁড়িয়ে পুরোটা দেখতে পেলেন বাদশা । আর সেই ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ।

শাহরুখ লিখেছেন, "দুনিয়ার সবচেয়ে বড় আর লম্বা স্ক্রিনে নিজের নাম দেখে ভালো লাগল । আমার পরবর্তী ছবি আসার আগেই আমায় এই বৃহত্তম স্ক্রিন উপহার দেওয়া হল ।" তাঁকে এই সম্মান দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ।

করণ জোহর ভিডিয়োতে পুরো মুহূর্তটা ক্যাপচার করেছেন । পিছনে বুর্জ খলিফার উপরে চলছে শাহরুখ অভিনীত বিভিন্ন চরিত্রের প্রোজেকশন । আর সামনে দাঁড়িয়ে নিজেই সেইসব প্রত্যক্ষ করছেন অভিনেতা । উচ্ছ্বসিত হয়ে উঠছেন ।

শাহরুখের সঙ্গে করণও তাহলে এখন দুবাইতে রয়েছেন, বোঝা গেল সেটা । দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.