ETV Bharat / sitara

আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ বলি তারকাদের - Urmila condole demise Ahmed

আজ ভোর সাড়ে 3টে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আহমেদ প্যাটেল । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলি তারকা ।

asd
asd
author img

By

Published : Nov 25, 2020, 12:42 PM IST

দিল্লি : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ বয়স হয়েছিল 71 বছর । গুরগাঁওয়ের একটি হাসপাতালে আজ ভোর সাড়ে 3টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সোনিয়া গান্ধির অন্যতম রাজনৈতিক উপদেষ্টা ছিলেন ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা । বর্তমানে রাজ্যসভার সদস্য ও দলের কোষাধ্যক্ষ ছিলেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলি তারকা ।

শাবানা আজ়মি : আহমেদ প্যাটেল সাহেবের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে । অত্যন্ত মৃদু ভাষী ও একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন তিনি । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Deeply saddened to hear about the passing away of #Ahmed Patel Saheb. Soft spoken , discreet he was highly respected . Our condolences to his family

    — Azmi Shabana (@AzmiShabana) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উর্মিলা মাতোন্ডকর : আহমেদ প্যাটেলজির মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে । যদিও তাঁর সঙ্গে আমার খুব কম সময়ের জন্য কথা হয়েছে...খুব ভালো মানুষ ছিলেন । তাঁর আত্মার শান্তি কামনা করি । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Saddened by the demise of Shri @ahmedpatel ji. Though my interaction with him was brief..he was so very kind n encouraging. My prayers for his departed soul. Deepest condolences to @mfaisalpatel n his family 🙏🏼🙏🏼#RipAhmedPatel

    — Urmila Matondkar (@UrmilaMatondkar) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধুর ভান্ডারকর : আপনার (আহমেদ প্যাটেল পুত্র ফৈজ়ল প্যাটেল) ও আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই । আহমেদ প্যাটেলের আত্মার শান্তি কামনা করি ।

1 অক্টোবর আহমেদ প্যাটেলের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল । তারপর ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে । একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল । সেই কারণে 15 নভেম্বর গুরগাঁওয়ের একটি হাসপাতালে ICU-তে ভরতি করা হয় তাঁকে । এতদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ ভোর সাড়ে 3টে নাগাদ সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন । টুইট করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ছেলে ফৈজ়ল প্যাটেল ।

দিল্লি : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ বয়স হয়েছিল 71 বছর । গুরগাঁওয়ের একটি হাসপাতালে আজ ভোর সাড়ে 3টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সোনিয়া গান্ধির অন্যতম রাজনৈতিক উপদেষ্টা ছিলেন ছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা । বর্তমানে রাজ্যসভার সদস্য ও দলের কোষাধ্যক্ষ ছিলেন তিনি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলি তারকা ।

শাবানা আজ়মি : আহমেদ প্যাটেল সাহেবের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে । অত্যন্ত মৃদু ভাষী ও একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন তিনি । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Deeply saddened to hear about the passing away of #Ahmed Patel Saheb. Soft spoken , discreet he was highly respected . Our condolences to his family

    — Azmi Shabana (@AzmiShabana) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উর্মিলা মাতোন্ডকর : আহমেদ প্যাটেলজির মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে । যদিও তাঁর সঙ্গে আমার খুব কম সময়ের জন্য কথা হয়েছে...খুব ভালো মানুষ ছিলেন । তাঁর আত্মার শান্তি কামনা করি । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Saddened by the demise of Shri @ahmedpatel ji. Though my interaction with him was brief..he was so very kind n encouraging. My prayers for his departed soul. Deepest condolences to @mfaisalpatel n his family 🙏🏼🙏🏼#RipAhmedPatel

    — Urmila Matondkar (@UrmilaMatondkar) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধুর ভান্ডারকর : আপনার (আহমেদ প্যাটেল পুত্র ফৈজ়ল প্যাটেল) ও আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই । আহমেদ প্যাটেলের আত্মার শান্তি কামনা করি ।

1 অক্টোবর আহমেদ প্যাটেলের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল । তারপর ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে । একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল । সেই কারণে 15 নভেম্বর গুরগাঁওয়ের একটি হাসপাতালে ICU-তে ভরতি করা হয় তাঁকে । এতদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ ভোর সাড়ে 3টে নাগাদ সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন । টুইট করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ছেলে ফৈজ়ল প্যাটেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.