ETV Bharat / sitara

শাবাশ মিঠু ছবিতে তাপসীর শাবাশ ব্যাটিংয়ে মুগ্ধ নেটাগরিক

শাবাশ মিঠু ছবি করে শাবাশি পাওয়ার জন্য মরিয়া বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ অভিনেত্রী নেট মাধ্যমে শেয়ার করলেন এই ছবিরই শুটিংয়ের একটি দৃশ্য ৷ যেখানে তাপসীকে দেখা যাচ্ছে ব্যাটিং করতে ৷

Taapsee Pannu
তাপসী পান্নু, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 30, 2021, 9:32 PM IST

মুম্বই ,30 মার্চ : জোর কদমে চলছে শাবাশ মিঠু ছবির শুটিং ৷ নিজের সবটুকু ঢেলে দিয়ে শাবাশি পেতে চান বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক শুটিংয়ের ছবি শেয়ার করে চলেছেন তিনি ৷

যা নিঃসন্দেহে আগ্রহ বাড়িয়ে তুলছে দর্শকদের মনে ৷ আর তাপসীও তাঁর কঠিন পরিশ্রম সকলের সামনে আনার কোনও সুযোগ হাত ছাড়া করতে ত্রুটিও রাখছেন না ৷ এবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর শুটিংয়ের আরেকটি ফটো ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গেল মাথায় হেলমেট, পায়ে নি-ক্যাপ ও হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে ৷

Taapsee Pannu
শাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

চিত্র নির্মাতা অনুভব সিনহা ছবিতে কমেন্ট করেন,'এবার ইন্ডিয়ার খেলবি নাকি?'

ছবিটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেটাগরিকদের পজ়িটিভ প্রতিক্রিয়া বুঝিয়ে দিল তাঁরা কতখানি ব্যাকুল ছবিটি দেখার জন্য ৷

এক কথায় বলা যায়, এখন গ্রীষ্মের গরমকে টেক্কা দিচ্ছে তাপসীর কেরিয়ারের গরম ৷ লুপ লাপেটা, হাসিন দিলরুবা ও দোবারার মতন একাধিক আসন্ন ছবিতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে ৷

Taapsee Pannu
শাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

মুম্বই ,30 মার্চ : জোর কদমে চলছে শাবাশ মিঠু ছবির শুটিং ৷ নিজের সবটুকু ঢেলে দিয়ে শাবাশি পেতে চান বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক শুটিংয়ের ছবি শেয়ার করে চলেছেন তিনি ৷

যা নিঃসন্দেহে আগ্রহ বাড়িয়ে তুলছে দর্শকদের মনে ৷ আর তাপসীও তাঁর কঠিন পরিশ্রম সকলের সামনে আনার কোনও সুযোগ হাত ছাড়া করতে ত্রুটিও রাখছেন না ৷ এবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর শুটিংয়ের আরেকটি ফটো ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গেল মাথায় হেলমেট, পায়ে নি-ক্যাপ ও হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে ৷

Taapsee Pannu
শাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

চিত্র নির্মাতা অনুভব সিনহা ছবিতে কমেন্ট করেন,'এবার ইন্ডিয়ার খেলবি নাকি?'

ছবিটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেটাগরিকদের পজ়িটিভ প্রতিক্রিয়া বুঝিয়ে দিল তাঁরা কতখানি ব্যাকুল ছবিটি দেখার জন্য ৷

এক কথায় বলা যায়, এখন গ্রীষ্মের গরমকে টেক্কা দিচ্ছে তাপসীর কেরিয়ারের গরম ৷ লুপ লাপেটা, হাসিন দিলরুবা ও দোবারার মতন একাধিক আসন্ন ছবিতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে ৷

Taapsee Pannu
শাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.