মুম্বই ,30 মার্চ : জোর কদমে চলছে শাবাশ মিঠু ছবির শুটিং ৷ নিজের সবটুকু ঢেলে দিয়ে শাবাশি পেতে চান বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক শুটিংয়ের ছবি শেয়ার করে চলেছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যা নিঃসন্দেহে আগ্রহ বাড়িয়ে তুলছে দর্শকদের মনে ৷ আর তাপসীও তাঁর কঠিন পরিশ্রম সকলের সামনে আনার কোনও সুযোগ হাত ছাড়া করতে ত্রুটিও রাখছেন না ৷ এবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর শুটিংয়ের আরেকটি ফটো ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গেল মাথায় হেলমেট, পায়ে নি-ক্যাপ ও হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে ৷
চিত্র নির্মাতা অনুভব সিনহা ছবিতে কমেন্ট করেন,'এবার ইন্ডিয়ার খেলবি নাকি?'
ছবিটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেটাগরিকদের পজ়িটিভ প্রতিক্রিয়া বুঝিয়ে দিল তাঁরা কতখানি ব্যাকুল ছবিটি দেখার জন্য ৷
এক কথায় বলা যায়, এখন গ্রীষ্মের গরমকে টেক্কা দিচ্ছে তাপসীর কেরিয়ারের গরম ৷ লুপ লাপেটা, হাসিন দিলরুবা ও দোবারার মতন একাধিক আসন্ন ছবিতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে ৷