ETV Bharat / sitara

ফের একবার সমন পাঠানো হল কঙ্গনা-রঙ্গোলিকে - কঙ্গনা রানাওয়াতের খবর

ফের একবার সমন পাঠানো হল কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেলকে । সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এর আগেও তাঁদের সমন পাঠানো হয় । তাতে সাড়া না দেওযায় আবার সমন পাঠানো হল দুই বোনকে ।

kangana ranaut sedition case
kangana ranaut sedition case
author img

By

Published : Nov 3, 2020, 3:39 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে FIR দায়ের হয় । জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সমন পাঠানো হয় । তবে সেই সমনে তাঁরা সাড়া দেননি । উলটে সোশাল মিডিয়ায় মুম্বই পুলিশের নিন্দায় মেতে উঠেছিলেন দুই বোন । তাই ফের একবার নতুন করে সমন পাঠানো হল তাঁদের ।

9 নভেম্বর কঙ্গনাকে এবং 10 নভেম্বর রঙ্গোলিকে বান্দ্রা পুলিশ স্টেশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই সমনে । এর আগের সমনে 26 ও 27 অক্টোবর বান্দ্রা থানায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল । তবে তাতে সাড়া দেননি অভিনেত্রী ও তাঁর বোন ।

মুনাওয়ার্লি সাহিল এ.সৈয়দ নামে বলিউডের কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করা, ইন্ডাস্ট্রির বহু মানুষকে ভিত্তিহীন ভাবে খুনী বলা, ধর্ম নিয়ে মানুষকে অপমান করা সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি দুই বোনের বিরুদ্ধে ।

সৈয়দের এই অভিযোগের পরেই মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনা আর রঙ্গোলির বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয় । ইতিমধ্যেই মুনাওয়ার্লির বয়ান রেকর্ড করা হয়েছে । এখন অপেক্ষা কঙ্গনা আর রঙ্গোলির থানায় আসার ।

মুম্বই : সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে FIR দায়ের হয় । জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সমন পাঠানো হয় । তবে সেই সমনে তাঁরা সাড়া দেননি । উলটে সোশাল মিডিয়ায় মুম্বই পুলিশের নিন্দায় মেতে উঠেছিলেন দুই বোন । তাই ফের একবার নতুন করে সমন পাঠানো হল তাঁদের ।

9 নভেম্বর কঙ্গনাকে এবং 10 নভেম্বর রঙ্গোলিকে বান্দ্রা পুলিশ স্টেশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই সমনে । এর আগের সমনে 26 ও 27 অক্টোবর বান্দ্রা থানায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল । তবে তাতে সাড়া দেননি অভিনেত্রী ও তাঁর বোন ।

মুনাওয়ার্লি সাহিল এ.সৈয়দ নামে বলিউডের কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করা, ইন্ডাস্ট্রির বহু মানুষকে ভিত্তিহীন ভাবে খুনী বলা, ধর্ম নিয়ে মানুষকে অপমান করা সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি দুই বোনের বিরুদ্ধে ।

সৈয়দের এই অভিযোগের পরেই মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনা আর রঙ্গোলির বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয় । ইতিমধ্যেই মুনাওয়ার্লির বয়ান রেকর্ড করা হয়েছে । এখন অপেক্ষা কঙ্গনা আর রঙ্গোলির থানায় আসার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.