জয়পুর : ছবি মুক্তির পর থেকেই রাজস্থানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে শুরু হয়েছে বিক্ষোভ। জট গোষ্ঠী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা এই দাবিতে বিক্ষোভ জানাচ্ছেন যে, 'পানিপথ'-এ ভরতপুরের মহারাজা সূরজমলের ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা হয়েছে। ফলস্বরূপ, বেশ কয়েকটি সিনেমা হলে বন্ধ করে দেওয়া হয়েছে ছবির স্ক্রিনিং।
রাজস্থানের মুখ্যমন্ত্রী টুইট করে জানান যে, "এরকম একটা পরিস্থিত তৈরি হওয়া ঠিক নয়। আমার মনে সেন্সর বোর্ডের হস্তক্ষেপ প্রয়োজন। ফিল্ম ডিস্ট্রিবিউটরদের এখনই জট সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসা উচিত।"
অন্যদিকে রাজস্থান ফিল্ম ট্রেড ও প্রোমোশন কাউন্সিলের সাধারণ সম্পাদক রাজ বনসলের মতে, "প্রতিবাদের চাপে পড়ে অনেক সিনেমা হল এই ছবির স্ক্রিনিং বন্ধ করেছে। সেন্সর বোর্ড থেকে পাশ করা একটি ছবির জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সিনেমা হলগুলোকে।" রাজ চান যে কেন্দ্রীয় সরকার থেকে একটি কমিটি গঠন করা হোক 'পানিপথ'-এর পুরো স্ক্রিপ্টটা আবার পরীক্ষা করার জন্য। নইলে 'পদ্মাবত'-এর মতো এই ছবির ক্ষেত্রেও ইন্ডাস্ট্রিকে অহেতুক ঝামেলা ভোগ করতে হবে।
জয়পুর ছাড়াও বিকানের ও ভরতপুরে চলছে বিক্ষোভ। ভরতপুরের টুরিজ়ম মিনিস্টার বিশবেন্দ্র সিং, MLA ওয়াজিব আলি, মুকেশ ভাকর ও রামস্বরূপ গাওয়াদিয়া ছবির উপর সম্পূর্ণ ব্যান দাবি করেছেন।
তবে ছবির নির্মাতাদের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।