মুম্বই : 2020 সালে ওটিটি প্ল্যাটফর্মে 'স্ক্যাম 1992 : দ্য হর্ষদ মেহতা স্টোরি' ঝড় বইয়ে দিয়েছে । পুরো সালের সর্বাধিক দেখা সিরিজ়ের খেতাব পেয়েছে হনসল মেহতা পরিচালিত এই দীর্ঘ ওয়েব সিরিজ় । সিরিজ়ের অভিনেতা প্রতীক গান্ধি তো নতুন জীবন পেয়েছেন যেন । এমন সাফল্যের পর নতুন এক স্ক্যামের গল্প না শোনালেই নয় !
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পরিচালক হনসল মেহতা । সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন নতুন সিরিজ় 'স্ক্যাম 2003 : দ্য কিউরিয়স কেস অফ আব্দুল করিম তেলগি'-র কথা ।
2003 সালে একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে । আব্দুল করিম তেলগির স্ট্যাম্প পেপার স্ক্যাম । এবার সেই ঘটনা অবলম্বনেই তৈরি হবে হনসলের সিরিজ় ।
প্রযোজনা সংস্থা অ্যাপ্লজ় এন্টারটেইনমেন্টের সিইও সমীর নায়ার জানিয়েছেন যে, 'এই গল্পের মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পেয়েছি আমরা । দেশের মানুষ এই ধরনের ঘটনা জানতে চায়, দেখতে চায় । তাই অত্যন্ত আনন্দের সঙ্গে দ্বিতীয় সিজ়নের ঘোষণা করছি আমরা ।'
এই বছরেরই শেষ দিকে শুরু হবে 'স্ক্যাম 2003...'-এর শুটিং । আগের মতো সোনি লিভেই স্ট্রিমড হবে সিরিজ়টি ।