ETV Bharat / sitara

কোরোনা মুক্ত সতীশ শাহ, রয়েছেন হোম কোয়ারানটিনে - Satish Shah corona july

কোরোনায় আক্রান্ত হয়ে 20 জুলাই হাসপাতালে ভরতি হন সতীশ শাহ । এখন কোরোনা মুক্ত তিনি । তবে 11 অগাস্ট পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকবেন বর্ষীয়ান এই অভিনেতা ।

োে্
োে্
author img

By

Published : Aug 9, 2020, 5:42 PM IST

মুম্বই : জুলাইয়ের শেষের দিকে কোরোনায় আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ । এখন কোরোনা মুক্ত । হাসপাতাল থেকে ফিরে আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

জুলাইয়ের মাঝের দিকে জ্বর হচ্ছিল সতীশের । ওষুধ খেয়ে সেই জ্বর ঠিক কমানোর চেষ্টা করছিলেন তিনি । তারপর সন্দেহ হওয়ায় কোরোনা পরীক্ষা করান । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর এক মুহূর্তও দেরি না করে 20 জুলাই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই চিকিৎসাধীন ছিলেন 68 বছর বয়সি এই অভিনেতা । চিকিৎসাধীন অবস্থাতেও তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট নেগেটিভ এলে 28 জুলাই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । এখন আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

  • #Lilawatihospital can’t thank the angels in there enough for restoring my health back to normal. God bless u all.

    — satish shah (@sats45) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি হাসপাতালের সব কর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন সতীশ । 11 অগাস্ট পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকবেন তিনি । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কোরোনা সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দিচ্ছি । কারণ সেখানে চিকিৎসকরা 24 ঘণ্টা আপনার খেয়াল রাখবে । চিন্তা করার কোনও বিষয় নেই ।"

পাঁচ দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন সতীশ । হাস্য কৌতুকের চরিত্রের জন্যই বেশি পরিচিত তিনি । তাঁর ছবিগুলির মধ্যে 'জানে ভি দো ইয়ারো', 'কাভি হাঁ কাভি না', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি', 'কাল হো না হো' অন্যতম ।

মুম্বই : জুলাইয়ের শেষের দিকে কোরোনায় আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ । এখন কোরোনা মুক্ত । হাসপাতাল থেকে ফিরে আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

জুলাইয়ের মাঝের দিকে জ্বর হচ্ছিল সতীশের । ওষুধ খেয়ে সেই জ্বর ঠিক কমানোর চেষ্টা করছিলেন তিনি । তারপর সন্দেহ হওয়ায় কোরোনা পরীক্ষা করান । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর এক মুহূর্তও দেরি না করে 20 জুলাই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই চিকিৎসাধীন ছিলেন 68 বছর বয়সি এই অভিনেতা । চিকিৎসাধীন অবস্থাতেও তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট নেগেটিভ এলে 28 জুলাই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । এখন আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ।

  • #Lilawatihospital can’t thank the angels in there enough for restoring my health back to normal. God bless u all.

    — satish shah (@sats45) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি হাসপাতালের সব কর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন সতীশ । 11 অগাস্ট পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকবেন তিনি । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কোরোনা সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দিচ্ছি । কারণ সেখানে চিকিৎসকরা 24 ঘণ্টা আপনার খেয়াল রাখবে । চিন্তা করার কোনও বিষয় নেই ।"

পাঁচ দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন সতীশ । হাস্য কৌতুকের চরিত্রের জন্যই বেশি পরিচিত তিনি । তাঁর ছবিগুলির মধ্যে 'জানে ভি দো ইয়ারো', 'কাভি হাঁ কাভি না', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি', 'কাল হো না হো' অন্যতম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.