ETV Bharat / sitara

"কিছু যায় আসে না", 'দিল বেচারা'-র ক্রেডিট টাইটেল নিয়ে মন্তব্য শাশ্বতর - sushant

'দিল বেচারা'-র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় । তবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও হটস্টার বা গুগলের ক্রেডিট টাইটেলে নামই নেই তাঁদের । আর বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি নেটিজ়েনরা । তবে এবিষয় নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বলেই জানিয়েছেন শাশ্বত ।

োে্
োে্
author img

By

Published : Jul 26, 2020, 7:55 PM IST

Updated : Jul 26, 2020, 11:39 PM IST

কলকাতা : 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পায় 'দিল বেচারা'। এটাই ছিল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি । যা দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন অনুরাগীরা । ছবিতে সুশান্তের বিপরীতে দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় । তবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও হটস্টার বা গুগলের ক্রেডিট টাইটেলে নামই নেই তাঁদের । আর বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি নেটিজ়েনরা । তবে এবিষয় নিয়ে কী মনে করেন শাশ্বত ? তা জানতেই ETV ভারত সিতারার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে ।

ছবিতে সঞ্জনার চরিত্রের নাম কিজ়ি বাসু । আর তাঁর অনস্ক্রিন বাবা-মায়ের চরিত্রেই দেখা গিয়েছিল শাশ্বত ও স্বস্তিকাকে । ছবির বেশিরভাগ অংশেই ছিলেন তাঁরা । তাঁদের অভিনয় একটা আলাদা মাত্রা যোগ করেছিল ছবিতে । অন্যদিকে মাত্র পাঁচ মিনিটের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে । এদিকে ডিজ়নি প্লাস হটস্টারের টাইটেল ট্র্যাকের তিনজন অভিনেতার মধ্যে নাম আছে তাঁর । তবে শুধু হটস্টারেই নয়, গুগলের ক্রেডিট টাইটেলেও তাঁর নাম রয়েছে । এছাড়াও রয়েছে জাভেদ জাফরি ও মিলিন্দ গুনাজির মতো অভিনেতাদের নাম । যাঁদের ছবির একটি দৃশ্যেও দেখা যায়নি । আর সেখানেই নাম নেই শাশ্বত ও স্বস্তিকার । যা দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরা ।

যদিও এ নিয়ে কা বলছেন শাশ্বত ? গুগলের ক্রেডিট টাইটেলে নাম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "এই বিষয়গুলো নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই । এগুলো দেখে আমার জীবন চলে না । আমার কিছু যায় আসে না । নেটিজ়েনদের খারাপ লাগছে, সেটা ভালো । কাজটা ভালো করেছি, এটাই অনেক বড় কথা ।"

তবে এই প্রথমবার কোনও বলিউড প্রোজেক্টের সঙ্গে যুক্ত হননি স্বস্তিকা কিংবা শাশ্বত । লকডাউনে মুক্তি পায় 'পাতাল লোক' ওয়েব সিরিজ় । সেখানে অভিনয় করে প্রশংসিত হয়েছেন স্বস্তিকা । তার আগে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'-তে অভিনয় করেন তিনি । অন্যদিকে, 'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন শাশ্বত । এবার সেই চরিত্রকে মাথায় রেখেই নতুন ছবি তৈরি হচ্ছে বলিউডে । যদিও এই ছবির নাম ভূমিকায় নেই তিনি । তা নিয়ে অনুরাগীরা নিন্দা করলেও চুপ থেকেছিলেন অভিনেতা । এ প্রসঙ্গে আগে ETV ভারতকে তিনি বলেছিলেন, "আমার কী আর মনে হবে, আমরা একটা চরিত্র নিয়ে বচ্চন পরিবারের রাজপুত্র ছবি করছেন । আমার তো ভালো লাগারই কথা ।"

কলকাতা : 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পায় 'দিল বেচারা'। এটাই ছিল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি । যা দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন অনুরাগীরা । ছবিতে সুশান্তের বিপরীতে দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় । তবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও হটস্টার বা গুগলের ক্রেডিট টাইটেলে নামই নেই তাঁদের । আর বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি নেটিজ়েনরা । তবে এবিষয় নিয়ে কী মনে করেন শাশ্বত ? তা জানতেই ETV ভারত সিতারার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে ।

ছবিতে সঞ্জনার চরিত্রের নাম কিজ়ি বাসু । আর তাঁর অনস্ক্রিন বাবা-মায়ের চরিত্রেই দেখা গিয়েছিল শাশ্বত ও স্বস্তিকাকে । ছবির বেশিরভাগ অংশেই ছিলেন তাঁরা । তাঁদের অভিনয় একটা আলাদা মাত্রা যোগ করেছিল ছবিতে । অন্যদিকে মাত্র পাঁচ মিনিটের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে । এদিকে ডিজ়নি প্লাস হটস্টারের টাইটেল ট্র্যাকের তিনজন অভিনেতার মধ্যে নাম আছে তাঁর । তবে শুধু হটস্টারেই নয়, গুগলের ক্রেডিট টাইটেলেও তাঁর নাম রয়েছে । এছাড়াও রয়েছে জাভেদ জাফরি ও মিলিন্দ গুনাজির মতো অভিনেতাদের নাম । যাঁদের ছবির একটি দৃশ্যেও দেখা যায়নি । আর সেখানেই নাম নেই শাশ্বত ও স্বস্তিকার । যা দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরা ।

যদিও এ নিয়ে কা বলছেন শাশ্বত ? গুগলের ক্রেডিট টাইটেলে নাম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "এই বিষয়গুলো নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই । এগুলো দেখে আমার জীবন চলে না । আমার কিছু যায় আসে না । নেটিজ়েনদের খারাপ লাগছে, সেটা ভালো । কাজটা ভালো করেছি, এটাই অনেক বড় কথা ।"

তবে এই প্রথমবার কোনও বলিউড প্রোজেক্টের সঙ্গে যুক্ত হননি স্বস্তিকা কিংবা শাশ্বত । লকডাউনে মুক্তি পায় 'পাতাল লোক' ওয়েব সিরিজ় । সেখানে অভিনয় করে প্রশংসিত হয়েছেন স্বস্তিকা । তার আগে 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'-তে অভিনয় করেন তিনি । অন্যদিকে, 'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন শাশ্বত । এবার সেই চরিত্রকে মাথায় রেখেই নতুন ছবি তৈরি হচ্ছে বলিউডে । যদিও এই ছবির নাম ভূমিকায় নেই তিনি । তা নিয়ে অনুরাগীরা নিন্দা করলেও চুপ থেকেছিলেন অভিনেতা । এ প্রসঙ্গে আগে ETV ভারতকে তিনি বলেছিলেন, "আমার কী আর মনে হবে, আমরা একটা চরিত্র নিয়ে বচ্চন পরিবারের রাজপুত্র ছবি করছেন । আমার তো ভালো লাগারই কথা ।"

Last Updated : Jul 26, 2020, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.