মুম্বই : গান্ধিজির কথায় প্রধানমন্ত্রী পদের অধিকার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল । তাঁর জায়গায় দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জহওরলাল নেহরু । প্যাটেলের জন্মবার্ষিকীতে এই প্রসঙ্গে তুলেই নেহরুকে "দুর্বল মস্তিষ্ক" বলে অপমান করলেন কঙ্গনা রানাওয়াত ।
তিনি লিখেছেন, "দেশের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে আমার শ্রদ্ধা জানাই । আজ ওঁর জন্য আমরা অবিভক্ত ভারত উপহার পেয়েছি । তবে প্রধানমন্ত্রীর পদের অধিকার থেকে উনি নিজেকে সরিয়ে এক বিশাল বলিদান দিয়েছিলেন । তাঁর এই সিদ্ধান্ত আজও আমাদের কষ্ট দেয় ।"
এরপর জওহরলাল নেহরু প্রসঙ্গ তোলেন কঙ্গনা । তিনি বলেন, "আমার মনে হয় গান্ধিজি এমন একজন দুর্বল মস্তিষ্কের প্রধানমন্ত্রীকে চেয়েছিলেন, যাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন । প্রধানমন্ত্রীকে সামনে রেখে তিনিই দেশ চালাবেন । পরিকল্পনাটা ভালোই ছিল । তবে গান্ধিজির মৃত্যুর পর পুরোটাই ভেস্তে যায় ।"
"গান্ধিজিকে সন্তুষ্ট করতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার হাতছানিকে উপেক্ষা করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল । তবে তিনিই সবথেকে যোগ্য দাবিদার ছিলেন এই পদের জন্য ।", যোগ করেছেন কঙ্গনা । সঙ্গে প্যাটেলের একটি সাদা-কালো ছবিও শেয়ার করেছেন তিনি ।
দেখে নিন তাঁর পোস্ট...