ETV Bharat / sitara

'লাভ আজ কাল'-এর ব্যর্থতার মোকাবিলা নিজেই করেছে সারা : সইফ - sara was on her own handling

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সারার 'লাভ আজ কাল' ছবিটি । যদিও মেয়ের এই ব্যর্থতা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না সইফ আলি খান । এমনকী, মেয়ের পাশেও দাঁড়াননি তিনি । কারণ এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার যোগ্যতা সারার আছে বলেই তিনি মনে করেন । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানান সইফ ।

dsf
sdf
author img

By

Published : Apr 14, 2020, 3:31 PM IST

মুম্বই : বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই সাফল্যর মুখ দেখেন সারা আলি খান । বক্স থেকে ভালো আয় করে তাঁর দুটি ছবি । যদিও, সেই ছবিটা বদলে যায় তাঁর তিন নম্বর ছবি 'লাভ আজ কাল' মুক্তি পাওয়ার পর । বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি । তবে মেয়ের এই ব্যর্থতা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না সইফ আলি খান । এমনকী, এই সময় মেয়ের পাশে দাঁড়ানোর প্রয়োজনও মনে করেননি বলে জানিয়েছেন তিনি । কারণ এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার যোগ্যতা সারার আছে বলেই তিনি মনে করেন ।

সারার প্রথম ছবি 'কেদারনাথ'। প্রথম ছবি হিসেবে বক্স অফিস থেকে ভালো আয় করে এই ছবি । এরপর রণবীর সিংয়ের বিপরীতে 'সিম্বা' ছবিতে অভিনয় করেন তিনি । সেখানেও ভালোই সাফল্যের মুখ দেখেন সারা । তারপরই কার্তিক আরিয়ানের সঙ্গে 'লাভ আজ কাল' ছবিতে দেখা যায় তাঁকে । কিন্তু, বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি ।

সম্প্রতি একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে এই ছবি নিয়ে প্রশ্ন করা হয় সইফকে । সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় ছবির ব্যর্থতার পর সারাকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কতটা সাহায্য করছেন তিনি ? এর উত্তরে সইফ বলেন, "এই নিয়ে আমি সারাকে কোনও মেসেজ করিনি । সে ঠিক আছে কি না তাও জিজ্ঞাসা করিনি । আমি জানতাম ওই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার মতো যোগ্যতা আছে সারার । আমি শুধু তাকে বলেছিলাম যে তোমাকেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে । এখানে আমাকে তার পাশে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই ।"

তবে বলিউডে সারা চুটিয়ে সিনেমা করলেও ইব্রাহিম আলি আদৌ অভিনয় জগতে পা রাখবেন কি না তা নিয়ে অবশ্য কিছুই জানা যায়নি । এ প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয় সইফকে । উত্তরে বলেন, "আমি ইব্রাহিমকে লঞ্চ করব কি না জানি না । তার চেহারা ও ভঙ্গিমা অভিনয়ের জন্য একেবারেই উপযুক্ত । দেখা যাক ।"

মুম্বই : বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই সাফল্যর মুখ দেখেন সারা আলি খান । বক্স থেকে ভালো আয় করে তাঁর দুটি ছবি । যদিও, সেই ছবিটা বদলে যায় তাঁর তিন নম্বর ছবি 'লাভ আজ কাল' মুক্তি পাওয়ার পর । বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি । তবে মেয়ের এই ব্যর্থতা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না সইফ আলি খান । এমনকী, এই সময় মেয়ের পাশে দাঁড়ানোর প্রয়োজনও মনে করেননি বলে জানিয়েছেন তিনি । কারণ এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার যোগ্যতা সারার আছে বলেই তিনি মনে করেন ।

সারার প্রথম ছবি 'কেদারনাথ'। প্রথম ছবি হিসেবে বক্স অফিস থেকে ভালো আয় করে এই ছবি । এরপর রণবীর সিংয়ের বিপরীতে 'সিম্বা' ছবিতে অভিনয় করেন তিনি । সেখানেও ভালোই সাফল্যের মুখ দেখেন সারা । তারপরই কার্তিক আরিয়ানের সঙ্গে 'লাভ আজ কাল' ছবিতে দেখা যায় তাঁকে । কিন্তু, বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি ।

সম্প্রতি একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে এই ছবি নিয়ে প্রশ্ন করা হয় সইফকে । সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় ছবির ব্যর্থতার পর সারাকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কতটা সাহায্য করছেন তিনি ? এর উত্তরে সইফ বলেন, "এই নিয়ে আমি সারাকে কোনও মেসেজ করিনি । সে ঠিক আছে কি না তাও জিজ্ঞাসা করিনি । আমি জানতাম ওই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার মতো যোগ্যতা আছে সারার । আমি শুধু তাকে বলেছিলাম যে তোমাকেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে । এখানে আমাকে তার পাশে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই ।"

তবে বলিউডে সারা চুটিয়ে সিনেমা করলেও ইব্রাহিম আলি আদৌ অভিনয় জগতে পা রাখবেন কি না তা নিয়ে অবশ্য কিছুই জানা যায়নি । এ প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয় সইফকে । উত্তরে বলেন, "আমি ইব্রাহিমকে লঞ্চ করব কি না জানি না । তার চেহারা ও ভঙ্গিমা অভিনয়ের জন্য একেবারেই উপযুক্ত । দেখা যাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.