ETV Bharat / sitara

মাকে নিয়ে কবিতা লিখলেন সারা - অমৃতা সিং

সারা আলি খানের সব থেকে ভালো বন্ধু অমৃতা সিং । তাই এবার মাকে নিয়ে কবিতাও লিখলেন তিনি । তাঁর সঙ্গে তোলা একাধিক ছবি দিয়ে কবিতাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।

sdf
sdf
author img

By

Published : Dec 29, 2019, 5:04 PM IST

মুম্বই : তাঁর সবথেকে ভালো বন্ধু মা । সুখ, দুঃখ সব কথাই চলে মায়ের সঙ্গে । এমনকী, ছুটির দিনগুলিও মায়ের সঙ্গেই কাটাতে বেশি ভালোবাসেন সারা আলি খান । আর এবার অমৃতা সিংকে নিয়ে কবিতাও লিখলেন । তাঁর সঙ্গে তোলা একাধিক ছবি দিয়ে কবিতাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।

বেশিরভাগ সময়ই অমৃতা সিংয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সারাকে । শপিং থেকে শুরু করে যে কোনও বিষয় মায়ের সঙ্গে করতেই বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । এমনকী, কোনও অনুষ্ঠানে কোন পোশাক পরবেন সে বিষয়ও মায়ের পরামর্শ নেন । আর সেই কারণেই এবার মা-কে নিয়ে লিখলেন কবিতা । তার পাশাপাশি অমৃতা সিং ও ইব্রাহিমের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন ।

ওই কবিতায় অমৃতাকে নিজের 'অনুপ্রেরণা' বলে উল্লেখ করেন । মায়ের কাছে গেলে তাঁর সব চিন্তা দূর হয়ে যায় । এমনকী, চুল পড়া, ড্রাই স্কিন, মুড সুইংয়ের মতো শরীরের হাজারো সমস্যা এক ঝটকায় ঠিক করে দিতে পারে তাঁর মা । মায়ের কাছে থাকলে কোনও দুঃখ ও ভয় তাঁর ধারে কাছে ঘেঁষতে পারে না ।

কাজের দিক থেকে এখন আপাতত 'কুলি নম্বর ১' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সারা । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 1 মে মুক্তি পাবে ছবিটি ।

এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে 'আজ কাল' ছবিটি করেছেন । কিছুদিন আগেই শেষ হয়েছে শুটিং । ওই ছবির শুটিং চলাকালীন সারা ও কার্তিকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় । একসঙ্গে সময়ও কাটাতে দেখা যায় তাঁদের । যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি তাঁরা । এদিকে এখন আবার শোনা যাচ্ছে অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে কার্তিকের । যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কেউ একটি বাক্যও খরচ করেননি । সে যাই হোক না কেন 2020 সালের ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে 'আজ কাল'। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছেন সারা-কার্তিকের ফ্যানরা ।

মুম্বই : তাঁর সবথেকে ভালো বন্ধু মা । সুখ, দুঃখ সব কথাই চলে মায়ের সঙ্গে । এমনকী, ছুটির দিনগুলিও মায়ের সঙ্গেই কাটাতে বেশি ভালোবাসেন সারা আলি খান । আর এবার অমৃতা সিংকে নিয়ে কবিতাও লিখলেন । তাঁর সঙ্গে তোলা একাধিক ছবি দিয়ে কবিতাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।

বেশিরভাগ সময়ই অমৃতা সিংয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সারাকে । শপিং থেকে শুরু করে যে কোনও বিষয় মায়ের সঙ্গে করতেই বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । এমনকী, কোনও অনুষ্ঠানে কোন পোশাক পরবেন সে বিষয়ও মায়ের পরামর্শ নেন । আর সেই কারণেই এবার মা-কে নিয়ে লিখলেন কবিতা । তার পাশাপাশি অমৃতা সিং ও ইব্রাহিমের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন ।

ওই কবিতায় অমৃতাকে নিজের 'অনুপ্রেরণা' বলে উল্লেখ করেন । মায়ের কাছে গেলে তাঁর সব চিন্তা দূর হয়ে যায় । এমনকী, চুল পড়া, ড্রাই স্কিন, মুড সুইংয়ের মতো শরীরের হাজারো সমস্যা এক ঝটকায় ঠিক করে দিতে পারে তাঁর মা । মায়ের কাছে থাকলে কোনও দুঃখ ও ভয় তাঁর ধারে কাছে ঘেঁষতে পারে না ।

কাজের দিক থেকে এখন আপাতত 'কুলি নম্বর ১' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সারা । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 1 মে মুক্তি পাবে ছবিটি ।

এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে 'আজ কাল' ছবিটি করেছেন । কিছুদিন আগেই শেষ হয়েছে শুটিং । ওই ছবির শুটিং চলাকালীন সারা ও কার্তিকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় । একসঙ্গে সময়ও কাটাতে দেখা যায় তাঁদের । যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি তাঁরা । এদিকে এখন আবার শোনা যাচ্ছে অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে কার্তিকের । যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কেউ একটি বাক্যও খরচ করেননি । সে যাই হোক না কেন 2020 সালের ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে 'আজ কাল'। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছেন সারা-কার্তিকের ফ্যানরা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.