ETV Bharat / sitara

এবার রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন সারা ? - sara ali khan upcoming films

আনুষ্ঠানিকভাবে এখনও ছবির কথা ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । যদিও শোনা যাচ্ছে, গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে ছবিটি । সেখানে মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীরকে । আর তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সারাকে ।

asd
asd
author img

By

Published : Dec 30, 2020, 3:33 PM IST

মুম্বই : পরিচালক সন্দীপ ভাঙ্গা রেড্ডি ও টি সিরিজ়ের সঙ্গে হাত মিলিয়েছেন রণবীর কাপুর । সন্দীপের পরবর্তী ছবি 'অ্যানিম্যাল'-এ দেখা যাবে তাঁকে । আর এই টিমের সঙ্গেই নাকি এবার হাত মেলাতে চলেছেন সারা আলি খান ।

আনুষ্ঠানিকভাবে এখনও ছবির কথা ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । যদিও শোনা যাচ্ছে, গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে ছবিটি । সেখানে মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীরকে । আর তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সারাকে । যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন নির্মাতারা ।

তবে এই ছবিতে এখনও পর্যন্ত সই করেননি সারা । ছবির মুখ্যচরিত্রের জন্য একাধিক অভিনেত্রীর অডিশন নিচ্ছেন নির্মাতারা । আর সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সারাও । আসলে এই ছবির মুখ্যচরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই বিষয়টি এখনও ঠিক হয়নি । একাধিক অভিনেত্রী সামিল হয়েছেন এই দৌড়ে । তাঁদের মধ্যে সারা অন্যতম ।

তবে 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং শেষ হওয়ার পরই রণবীর এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে । এছাড়াও 'শামশেরা' ও লাভ রঞ্জনের রোম্যান্টিক কমেডি ছবিও রয়েছে তাঁর হাতে ।

অন্যদিকে সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সারা ও বরণ ধাওয়ান অভিনীত ছবি 'কুলি নম্বর 1'। এছাড়া অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সারা ।

মুম্বই : পরিচালক সন্দীপ ভাঙ্গা রেড্ডি ও টি সিরিজ়ের সঙ্গে হাত মিলিয়েছেন রণবীর কাপুর । সন্দীপের পরবর্তী ছবি 'অ্যানিম্যাল'-এ দেখা যাবে তাঁকে । আর এই টিমের সঙ্গেই নাকি এবার হাত মেলাতে চলেছেন সারা আলি খান ।

আনুষ্ঠানিকভাবে এখনও ছবির কথা ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । যদিও শোনা যাচ্ছে, গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে ছবিটি । সেখানে মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীরকে । আর তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সারাকে । যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন নির্মাতারা ।

তবে এই ছবিতে এখনও পর্যন্ত সই করেননি সারা । ছবির মুখ্যচরিত্রের জন্য একাধিক অভিনেত্রীর অডিশন নিচ্ছেন নির্মাতারা । আর সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সারাও । আসলে এই ছবির মুখ্যচরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই বিষয়টি এখনও ঠিক হয়নি । একাধিক অভিনেত্রী সামিল হয়েছেন এই দৌড়ে । তাঁদের মধ্যে সারা অন্যতম ।

তবে 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং শেষ হওয়ার পরই রণবীর এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে । এছাড়াও 'শামশেরা' ও লাভ রঞ্জনের রোম্যান্টিক কমেডি ছবিও রয়েছে তাঁর হাতে ।

অন্যদিকে সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সারা ও বরণ ধাওয়ান অভিনীত ছবি 'কুলি নম্বর 1'। এছাড়া অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.