মুম্বই : এই প্রথম সারা নিজের অন্দরমহলের ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় । তাঁর বাড়িটার পার্সোনালিটি যেন অনেকটা তাঁরই মতো । ঝলমলে রঙচঙে, তবে তারই মধ্যে একটা এলিগেন্স, একটা আভিজাত্য লুকিয়ে রয়েছে ।
মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে থাকেন সারা । সঙ্গে থাকে তাঁদের পোষ্য ফাফি । সুন্দর করে সাজানো সেই 'হ্যাপি প্লেস'-এর ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।
দুটি ছবি সারা শেয়ার করেছেন তাঁর ইনস্টা অ্যাকাউন্টে । আর একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাস্টোরিতে । দেখে নেওয়া যাক...
![Sara Ali Khan inside her home](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/collage_0207newsroom_1593667061_691.jpg)
সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাভ আজ কাল' । তবে সেই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে । ক্যারিয়ারের প্রথম ব্যর্থতাটা নিজের মনের জোরে পেরিয়ে এসেছেন অভিনেত্রী । এবার তিনি অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে 'অতরঙ্গী রে' ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন । আর.বালকি পরিচালিত এই ছবি এ.আর.রহমানের মিউজ়িকাল ।