ETV Bharat / sitara

কীভাবে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে উঠলেন সারা ? - Sara Ka Adha

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । কীভাবে 96 কিলো থেকে স্লিম অ্যান্ড ট্রিম সারায় রূপান্তরিত হয়েছেন তিনি, তাই তুলে ধরেন ভিডিয়োতে ।

dfg
dfg
author img

By

Published : May 31, 2020, 3:40 PM IST

মুম্বই : স্লিম অ্যান্ট ট্রিম সারা আলি খানের ফ্যানের সংখ্যা খুব একটা কম । তাঁর চেহারার তারিফও করেন অনেকেই । যদিও প্রথম থেকেই এইরকম স্লিম অ্যান্ড ট্রিম ছিলেন না সারা । পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে বাড়ছিল তাঁর ওজন । একসময় সেটা 96 কিলোতে গিয়ে দাঁড়ায় । এরপর যোগা ও শরীর চর্চার মাধ্যমে ওজন কমান তিনি । আর তারপরই ধীরে ধীরে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠেন সারা ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । কীভাবে 96 কিলো থেকে স্লিম অ্যান্ড ট্রিম সারায় রূপান্তরিত হয়েছেন তিনি, তাই তুলে ধরেন ভিডিয়োতে । এর ক্যাপশনে তিনি লেখেন, "নমস্কার দর্শক, লকডাউন এডিশন এপিসোড 2 : গোটা সারা থেকে অর্ধেক সারা হওয়া"।

ভিডিয়োর শুরুতে বিমানের মধ্যে হাসি হাসি মুখে বসে থাকতে দেখা গিয়েছে সারাকে । এরপর একটি পাথরের উপর বসে পোজ় দিতে দেখা যায় তাঁকে । তখন অবশ্য স্লিম অ্যান্ড ট্রিম সারায় রূপান্তরিত হননি তিনি । এরপর ধীরে ধীরে তিনি কীভাবে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে উঠলেই সেই ছবিই তুলে ধরেছেন ভিডিয়োতে । আর তার জন্য যোগা, শরীরচর্চা, সাঁতার, সাইকেল চালানো সবই করেন তিনি । ভাই ইব্রাহিম আলির সঙ্গেও শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে । এরপর ভাইয়ের সঙ্গে মজা করতে করতেই ভিডিয়ো শেষ করেন তিনি ।

ভিডিয়ো পোস্টের সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । এই ভিডিয়ো অনুপ্রেরণা দেয় বলেও জানিয়েছেন অনেকেই ।

'কফি উইথ করণ' শো-তে গিয়ে নিজের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কথা জানিয়েছিলেন সারা । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেন, "চার বছরের জন্য কলম্বিয়ায় পড়তে গিয়েছিলাম আমি । দ্বিতীয় বছরেই ঠিক করি অভিনয় করব । কিন্তু, তখনই মাথায় আসে আমার ওজন 96 । এরপর ওজন কমানোর জন্য কসরত করতে শুরু করি । তারপর কলেজের চতুর্থ বর্ষেই ওজন কমিয়ে ফেলি । তবে ওয়ার্ক আউটের পাশাপাশি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলেছিলাম জীবনকে ।"

মুম্বই : স্লিম অ্যান্ট ট্রিম সারা আলি খানের ফ্যানের সংখ্যা খুব একটা কম । তাঁর চেহারার তারিফও করেন অনেকেই । যদিও প্রথম থেকেই এইরকম স্লিম অ্যান্ড ট্রিম ছিলেন না সারা । পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে বাড়ছিল তাঁর ওজন । একসময় সেটা 96 কিলোতে গিয়ে দাঁড়ায় । এরপর যোগা ও শরীর চর্চার মাধ্যমে ওজন কমান তিনি । আর তারপরই ধীরে ধীরে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠেন সারা ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । কীভাবে 96 কিলো থেকে স্লিম অ্যান্ড ট্রিম সারায় রূপান্তরিত হয়েছেন তিনি, তাই তুলে ধরেন ভিডিয়োতে । এর ক্যাপশনে তিনি লেখেন, "নমস্কার দর্শক, লকডাউন এডিশন এপিসোড 2 : গোটা সারা থেকে অর্ধেক সারা হওয়া"।

ভিডিয়োর শুরুতে বিমানের মধ্যে হাসি হাসি মুখে বসে থাকতে দেখা গিয়েছে সারাকে । এরপর একটি পাথরের উপর বসে পোজ় দিতে দেখা যায় তাঁকে । তখন অবশ্য স্লিম অ্যান্ড ট্রিম সারায় রূপান্তরিত হননি তিনি । এরপর ধীরে ধীরে তিনি কীভাবে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে উঠলেই সেই ছবিই তুলে ধরেছেন ভিডিয়োতে । আর তার জন্য যোগা, শরীরচর্চা, সাঁতার, সাইকেল চালানো সবই করেন তিনি । ভাই ইব্রাহিম আলির সঙ্গেও শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে । এরপর ভাইয়ের সঙ্গে মজা করতে করতেই ভিডিয়ো শেষ করেন তিনি ।

ভিডিয়ো পোস্টের সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । এই ভিডিয়ো অনুপ্রেরণা দেয় বলেও জানিয়েছেন অনেকেই ।

'কফি উইথ করণ' শো-তে গিয়ে নিজের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কথা জানিয়েছিলেন সারা । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেন, "চার বছরের জন্য কলম্বিয়ায় পড়তে গিয়েছিলাম আমি । দ্বিতীয় বছরেই ঠিক করি অভিনয় করব । কিন্তু, তখনই মাথায় আসে আমার ওজন 96 । এরপর ওজন কমানোর জন্য কসরত করতে শুরু করি । তারপর কলেজের চতুর্থ বর্ষেই ওজন কমিয়ে ফেলি । তবে ওয়ার্ক আউটের পাশাপাশি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলেছিলাম জীবনকে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.