ETV Bharat / sitara

নাতাশা নয়, সারার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ? - সারা আলি খানের খবর

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি তো সেই প্রমাণই দিচ্ছে । বরুণ ধাওয়ানের সঙ্গে চার্চে গিয়ে বিয়ে সারলেন সারা আলি খান ।

sara ali khan in coolie number one
sara ali khan in coolie number one
author img

By

Published : Dec 22, 2020, 9:54 PM IST

মুম্বই : সিনেমা আর বাস্তবের মধ্যে ফারাক খোঁজা খুব কঠিন । কোনটা যে রিল আর কোনটা রিয়েল বোঝা দায় । সারা আর বরুণের বিয়েও কিন্তু রিল লাইফ বিয়ে ।

'কুলি নম্বর ওয়ান'-এর সেটে থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা । দু'জনেই তাঁরা সেজেছেন সাহেবি পোশাকে । সাদা ক্যাথলিক গাউনে অপরূপ সারা চুম্বনও করেছেন সাদা কোট পরা বরুণকে ।

কোরোনা আবহের মধ্যে তো সেভাবে প্রোমোশন করতে পারছেন না কোনও তারকাই । তাই সোশাল মিডিয়াই এখন অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে । 25 ডিসেম্বর 'কুলি নম্বর ওয়ান' মুক্তির আগে তাই সোশাল মিডিয়া ছেয়ে রয়েছে এই ছবির স্টিল, ভিডিয়ো, গান, সংলাপে ।

সারা আর বরুণ দু'জনেই পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন ইতিমধ্যে । বরুণ ব্যস্ত 'যুগ যুগ জিও'-র শুটিংয়ে । আর এদিকে সারা অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে 'অতরঙ্গী রে'-র ফ্লোরে ।

মুম্বই : সিনেমা আর বাস্তবের মধ্যে ফারাক খোঁজা খুব কঠিন । কোনটা যে রিল আর কোনটা রিয়েল বোঝা দায় । সারা আর বরুণের বিয়েও কিন্তু রিল লাইফ বিয়ে ।

'কুলি নম্বর ওয়ান'-এর সেটে থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা । দু'জনেই তাঁরা সেজেছেন সাহেবি পোশাকে । সাদা ক্যাথলিক গাউনে অপরূপ সারা চুম্বনও করেছেন সাদা কোট পরা বরুণকে ।

কোরোনা আবহের মধ্যে তো সেভাবে প্রোমোশন করতে পারছেন না কোনও তারকাই । তাই সোশাল মিডিয়াই এখন অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে । 25 ডিসেম্বর 'কুলি নম্বর ওয়ান' মুক্তির আগে তাই সোশাল মিডিয়া ছেয়ে রয়েছে এই ছবির স্টিল, ভিডিয়ো, গান, সংলাপে ।

সারা আর বরুণ দু'জনেই পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন ইতিমধ্যে । বরুণ ব্যস্ত 'যুগ যুগ জিও'-র শুটিংয়ে । আর এদিকে সারা অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে 'অতরঙ্গী রে'-র ফ্লোরে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.