ETV Bharat / sitara

সারার সঙ্গে ছবি শেয়ার করলেন কার্তিক - Love Aaj Kal

কার্তিক আরিয়ান ও সারা আলি খানের কেমিস্ট্রিটা ঠিক কেমন হতে চলেছে, তার অপেক্ষায় আছেন দর্শক। প্রথমবার এই দু'জনকে ইমতিয়াজ় আলির লভ আজ কাল ২-তে দেখা যাবে। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। তবে এর মাঝেই অনেকটা কাছাকাছি এসেছেন কার্তিক-সারা! অন্তত কার্তিকের শেয়ার করা ছবি তো তাই বলছে।

কার্তিক-সারা
author img

By

Published : Mar 22, 2019, 9:44 AM IST

Updated : Mar 22, 2019, 3:00 PM IST

সম্প্রতি কার্তিক একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে যে কার্তিকের কাঁধে মাথা দিয়ে আছেন সারা। সারাও সেই একই ছবি শেয়ার করেছেন। আসলে ছবিটি ইমতিয়াজ়ের ছবির ফার্স্ট লুক। কার্তিক ছবিটি শেয়ার করে লেখেন, "আমার প্রিয় ইমতিয়াজ় আলির সঙ্গে জুড়তে পেরে সম্মানিত।" পাশাপাশি তিনি জানান যে তাঁদের ছবিটি ১৪ ফেব্রুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে।

'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান।

অন্যদিকে ছবির শুটিংয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, সারা ও কার্তিক ডেট করছেন। জল্পনাটা শুরু হয়েছিল কফি উইথ করণ শোয়ের পর থেকে। শোতে এসে সারা জানিয়েছিলেন যে তাঁর ক্রাশ কার্তিক। শুধু তাই নয়, এই নিয়ে বারবার পাপারৎজিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সারা ও কার্তিককে।

সম্প্রতি কার্তিক একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে যে কার্তিকের কাঁধে মাথা দিয়ে আছেন সারা। সারাও সেই একই ছবি শেয়ার করেছেন। আসলে ছবিটি ইমতিয়াজ়ের ছবির ফার্স্ট লুক। কার্তিক ছবিটি শেয়ার করে লেখেন, "আমার প্রিয় ইমতিয়াজ় আলির সঙ্গে জুড়তে পেরে সম্মানিত।" পাশাপাশি তিনি জানান যে তাঁদের ছবিটি ১৪ ফেব্রুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে।

'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান।

অন্যদিকে ছবির শুটিংয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, সারা ও কার্তিক ডেট করছেন। জল্পনাটা শুরু হয়েছিল কফি উইথ করণ শোয়ের পর থেকে। শোতে এসে সারা জানিয়েছিলেন যে তাঁর ক্রাশ কার্তিক। শুধু তাই নয়, এই নিয়ে বারবার পাপারৎজিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সারা ও কার্তিককে।

Intro:Body:

"আরও কাছাকাছি, আরও কাছে ..."



কার্তিক আরিয়ান ও সারা আলি খানের কেমিস্ট্রিটা ঠিক কেমন হতে চলেছে। তার অপেক্ষায় আছে দর্শক। প্রথমবার এই দু'জনকে ইমতিয়াজ় আলির লভ আজ কাল ২-তে দেখা যাবে। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। তবে এর মাঝেই অনেকটা কাছাকাছি এসেছেন কার্তিক-সারা! অন্তত কার্তিকের শেয়ার করা ছবি তো তাই বলছে। 



সম্প্রতি কার্তিক একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে যে  কার্তিকের কাঁধে মাথা দিয়ে আছেন সারা। সারাও সেই একই ছবি শেয়ার করেছেন। আসলে ছবিটি ইমতিয়াজ়ের ছবির। কার্তিক ছবিটি শেয়ার করে লেখেন, "আমার প্রিয় ইমতিয়াজ় আলির সঙ্গে জুড়তে পেরে সম্মানিত।" পাশাপাশি তিনি জানান যে তাঁদের ছবিটি ১৪ ফেব্রুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে।



'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান। 



অন্যদিকে ছবির শুটিংয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, সারা ও কার্তিক ডেট করছেন। জল্পনাটা শুরু হয়েছিল কফি উইথ করণ শোয়ের পর থেকে। শোতে এসে সারা জানিয়েছিলেন যে তাঁর ক্রাশ কার্তিক। শুধু তাই নয়, এই নিয়ে বারবার পাপারৎজিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সারা ও কার্তিককে। 


Conclusion:
Last Updated : Mar 22, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.