ETV Bharat / sitara

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র রাজের মতো পায়রাদের খাবার দিলেন সারা - sara ali khan latest news

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । সেখানে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখের স্টাইলে পায়রাদের খাবার দিতে দেখা যায় তাঁকে ।

dg
dg
author img

By

Published : Jan 4, 2021, 6:55 PM IST

মুম্বই : 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে সরষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পায়রাদের খাবার দিতে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অমরিশ পুরিকে । অত্যন্ত জনপ্রিয় এই দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছিল । আর এবার সেই দৃশ্যই নিজের মতো করে তৈরি করলেন সারা আলি খান ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । সেখানে হেয়ারস্টাইলিস্ট স্যাঙ্কি ইভরাসের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁদের সামনে বসে রয়েছে কয়েকশো পায়রা । এরপর হাতে খাবার নিয়ে শাহরুখের স্টাইলে তাদের দিকে ছুড়ে দেন সারা ও স্যাঙ্কি । কিন্তু, ভয়ের চোটে পালিয়ে যায় তারা ।

পায়রাদের খাবার দিচ্ছেন সারা

তবে পায়রাগুলি সেই খাবার না খেলেও সারার এই ভিডিয়ো 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র দৃশ্যকে মনে করিয়ে দিয়েছে । আর ওই দৃশ্য প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, "খুব মজার দৃশ্য ছিল । আমরা পায়রাদের খাওয়ানোর সময় 'আও, আও' বলে ডাকছিলাম । এটা আসলে স্ক্রিপ্টে ছিল না । দিল্লিতে পায়রাদের এভাবে ডাকা হত । সেই কারণে আমি এটা যোগ করে দিয়েছিলাম ।"

asdas
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র সেই দৃশ্য

কাজের দিক থেকে মাত্র কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় সারার 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি ।

এছাড়া এই মুহূর্তে সারার হাতে রয়েছে আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে'। সেখানে অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে সরষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পায়রাদের খাবার দিতে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অমরিশ পুরিকে । অত্যন্ত জনপ্রিয় এই দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছিল । আর এবার সেই দৃশ্যই নিজের মতো করে তৈরি করলেন সারা আলি খান ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সারা । সেখানে হেয়ারস্টাইলিস্ট স্যাঙ্কি ইভরাসের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁদের সামনে বসে রয়েছে কয়েকশো পায়রা । এরপর হাতে খাবার নিয়ে শাহরুখের স্টাইলে তাদের দিকে ছুড়ে দেন সারা ও স্যাঙ্কি । কিন্তু, ভয়ের চোটে পালিয়ে যায় তারা ।

পায়রাদের খাবার দিচ্ছেন সারা

তবে পায়রাগুলি সেই খাবার না খেলেও সারার এই ভিডিয়ো 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র দৃশ্যকে মনে করিয়ে দিয়েছে । আর ওই দৃশ্য প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, "খুব মজার দৃশ্য ছিল । আমরা পায়রাদের খাওয়ানোর সময় 'আও, আও' বলে ডাকছিলাম । এটা আসলে স্ক্রিপ্টে ছিল না । দিল্লিতে পায়রাদের এভাবে ডাকা হত । সেই কারণে আমি এটা যোগ করে দিয়েছিলাম ।"

asdas
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র সেই দৃশ্য

কাজের দিক থেকে মাত্র কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় সারার 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি ।

এছাড়া এই মুহূর্তে সারার হাতে রয়েছে আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে'। সেখানে অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.