মুম্বই : বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী'-র কাস্টের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী সানিয়া মলহোত্রা । ছবিতে শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন তিনি ।
সানিয়া বলেন, "শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করা নিয়ে আমি খুব উত্তেজিত । অঙ্কের জিনিয়াস শকুন্তলা দেবীর কৃতিত্ব কারও কাছে অজানা নয় । অন স্ক্রিনে এই ডায়নামিক মা-মেয়ের সম্পর্ককে দেখাতে ও বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করতে আমি রোমাঞ্চিত ।"
তিনি আরও বলেন, "সোনি পিকচার্স নেটওয়ার্কস প্রোডাকশন্স ও বিক্রম মলহোত্রার সঙ্গে আমার প্রথম অ্যাসোসিয়েশন নিয়েও আমি আশাবাদী ।"
পরিচালক অনু মেননও সানিয়ার সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী বলে জানান ।
তিনি বলেন, "আমি যখন অনুপমা ব্যানার্জির সঙ্গে দেখা করি, তাঁর সঙ্গে সময় কাটায় আমি জানতে পারি শকুন্তলা দেবী শুধু কম্পিউটার নন, একজন মানুষও ছিলেন । এরপর সানিয়া ছাড়া আর কারও কথা মনে পড়েনি যিনি মায়ের প্রতি একজন মেয়ের ভালোবাসাকে পরদায় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন ।"
"সানিয়া তাঁর চরিত্র ও জার্নি খুব ভালোভাবে বুঝে গেছেন । এবং আমি তাঁর সঙ্গে শুটিং শুরু করতে অপেক্ষা করতে পারছি না । আমার মনে হয়, দর্শকরা সানিয়া ও বিদ্যা দু'জনের চরিত্রের সঙ্গেই প্রেমে পড়তে বাধ্য ।"
এই মাসের শেষ থেকে সানিয়া 'শকুন্তলা দেবী'-র জন্য শুটিং শুরু করতে পারেন ।