ETV Bharat / sitara

ফের সেলুলয়েডে নরেন্দ্র মোদি, প্রযোজনায় বনসালী - বলিউড

'PM নরেন্দ্র মোদি' ছবিটি মুক্তি পেয়েছে মে মাসে। চার মাস কাটতে কাটতেই ফের সেলুলয়েডে মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Narendra Modi Film
author img

By

Published : Sep 16, 2019, 10:27 PM IST

মুম্বই : নরেন্দ্র মোদির জীবন একটা রোলারকোস্টার রাইডের মতো। তাঁর জীবনযুদ্ধ অনেকের অনুপ্রেরণা। তাই তো বারবার তাঁর জীবন সিনেমার বিষয়বস্তু হয়ে ওঠে। মোদিকে নিয়ে পরবর্তী ছবির নাম 'মন বৈরঙ্গী'। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনসালী।

শোনা যাচ্ছে ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর। সেদিনই এই লুক প্রকাশ করবেন বলে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।

তবে হঠাৎ মোদিকে নিয়ে তৈরি ছবি কেন প্রযোজনা করছেন সঞ্জয়? তিনি সাধারণত রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন। উত্তরে তিনি বলেছেন, "ছবির গল্পটি খুবই রিসার্চ করে তৈরি করা হয়েছে। আর যুবক মোদির জীবনের টার্নিং পয়েন্টটা আমায় খুবই উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয়ছে যে, এই না শোনা গল্প সবার জানা উচিত।"

বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি' বক্স অফিসে কোনও দাগ কাটেনি। 'মন বৈরঙ্গী' কি তা পারবে? উত্তর দেবে সময়।

মুম্বই : নরেন্দ্র মোদির জীবন একটা রোলারকোস্টার রাইডের মতো। তাঁর জীবনযুদ্ধ অনেকের অনুপ্রেরণা। তাই তো বারবার তাঁর জীবন সিনেমার বিষয়বস্তু হয়ে ওঠে। মোদিকে নিয়ে পরবর্তী ছবির নাম 'মন বৈরঙ্গী'। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনসালী।

শোনা যাচ্ছে ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর। সেদিনই এই লুক প্রকাশ করবেন বলে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।

তবে হঠাৎ মোদিকে নিয়ে তৈরি ছবি কেন প্রযোজনা করছেন সঞ্জয়? তিনি সাধারণত রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন। উত্তরে তিনি বলেছেন, "ছবির গল্পটি খুবই রিসার্চ করে তৈরি করা হয়েছে। আর যুবক মোদির জীবনের টার্নিং পয়েন্টটা আমায় খুবই উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয়ছে যে, এই না শোনা গল্প সবার জানা উচিত।"

বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি' বক্স অফিসে কোনও দাগ কাটেনি। 'মন বৈরঙ্গী' কি তা পারবে? উত্তর দেবে সময়।

Intro:Body:

ফের সেলুলয়েডে নরেন্দ্র মোদি, প্রযোজনায় বনসালী



'PM নরেন্দ্র মোদি' ছবিটি মুক্তি পেয়েছে মে মাসে। চার মাস কাটতে কাটতেই ফের সেলুলয়েডে মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।



মুম্বই : নরেন্দ্র মোদির জীবন একটা রোলারকোস্টার রাইডের মতো। তাঁর জীবনযুদ্ধ অনেকের অনুপ্রেরণা। তাই তো বারবার তাঁর জীবন সিনেমার বিষয়বস্তু হয়ে ওঠে। মোদিকে নিয়ে পরবর্তী ছবির নাম 'মন বৈরঙ্গী'। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনসালী।



শোনা যাচ্ছে ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর। সেদিনই এই লুক প্রকাশ করবেন বলে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।



তবে হঠাৎ মোদিকে নিয়ে তৈরি ছবি কেন প্রযোজনা করছেন সঞ্জয়? তিনি সাধারণত রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন। উত্তরে তিনি বলেছেন, "ছবির গল্পটি খুবই রিসার্চ করে তৈরি করা হয়েছে। আর যুবক মোদির জীবনের টার্নিং পয়েন্টটা আমায় খুবই উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয়ছে যে, এই না শোনা গল্প সবার জানা উচিত।"



বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি' বক্স অফিসে কোনও দাগ কাটেনি। 'মন বৈরঙ্গী' কি তা পারবে? উত্তর দেবে সময়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.