মুম্বই : নরেন্দ্র মোদির জীবন একটা রোলারকোস্টার রাইডের মতো। তাঁর জীবনযুদ্ধ অনেকের অনুপ্রেরণা। তাই তো বারবার তাঁর জীবন সিনেমার বিষয়বস্তু হয়ে ওঠে। মোদিকে নিয়ে পরবর্তী ছবির নাম 'মন বৈরঙ্গী'। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনসালী।
শোনা যাচ্ছে ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর। সেদিনই এই লুক প্রকাশ করবেন বলে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে হঠাৎ মোদিকে নিয়ে তৈরি ছবি কেন প্রযোজনা করছেন সঞ্জয়? তিনি সাধারণত রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন। উত্তরে তিনি বলেছেন, "ছবির গল্পটি খুবই রিসার্চ করে তৈরি করা হয়েছে। আর যুবক মোদির জীবনের টার্নিং পয়েন্টটা আমায় খুবই উদ্বুদ্ধ করেছে। আমার মনে হয়ছে যে, এই না শোনা গল্প সবার জানা উচিত।"
বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি' বক্স অফিসে কোনও দাগ কাটেনি। 'মন বৈরঙ্গী' কি তা পারবে? উত্তর দেবে সময়।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">