মুম্বই : 2020 সালটা বড়ই খারাপ । বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবর শোনা গিয়েছে । পাশাপাশি এখনও পিছু ছাড়েনি কোরোনা । আর এই পরিস্থিতির মধ্যেই ভালো খবর শোনালেন সঞ্জয় দত্ত । জানালেন, ক্যানসারকে জয় করেছেন তিনি ।
লকডাউনের আগে সন্তানদের নিয়ে দুবাই গিয়েছিলেন মান্যতা । কিন্তু, তারপর লকডাউনের জেরে আর ফিরতে পারেননি তিনি । অগত্যা ওই সময় একা মুম্বইতেই ছিলেন সঞ্জয় । এর মাঝে 11 অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন অভিনেতা । তারপর জানান চিকিৎসার জন্য কয়েকদিন তিনি ছুটিতে থাকবেন । তখনওই সামনে আসে তাঁর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর । জানা গিয়েছিল স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন তিনি । আর দু'দিন আগেই শোনা গিয়েছিল, তিনি নাকি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । এরই মধ্যে আজ ক্যানসার জয়ের কথা ঘোষণা করলেন তিনি ।
সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সঞ্জয় । সেখানে লেখেন, "শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল । তবে যেমন কথাতেই আছে আরও কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান । আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি ।" এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
সঞ্জয় আরও লেখেন, "আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ডঃ সেওয়ান্তি এবং তাঁর টিম, নার্স ও হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের । কয়েক সপ্তাহ ধরে আমার খেয়াল রেখেছেন তাঁরা । আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য ।"
- View this post on Instagram
My heart is filled with gratitude as I share this news with all of you today. Thank you 🙏🏻
">
কাজের দিক থেকে শেষবার 'সড়ক 2' ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয়কে । সেখানে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এরপর 'কেজিএফ : চ্যাপ্টার 2'-তে দেখা যাবে তাঁকে । নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং ।