ETV Bharat / sitara

চিকিৎসার জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত - Sanjay taking break work

আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সঞ্জয় । সেখানে লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"

োে্
োএ্
author img

By

Published : Aug 11, 2020, 8:20 PM IST

মুম্বই : কাজের থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত । তবে চিন্তার কোনও কারণ নেই । চিকিৎসার জন্যই এই বিরতি নিচ্ছেন বলে আজ সোশাল মিডিয়ায় জানান অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সঞ্জয় । সেখানে তিনি লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট সব সময় নির্ভুল আসে না বলে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইটারে জানান সঞ্জয় নিজেই । শীঘ্রই বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি ।

এরপর রবিবার তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ছিলেন তিনি । গতকাল দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । এরপর আজ কাজ থেকে কয়েকদিনের জন্য বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন অভিনেতা ।

এদিকে লকডাউনের আগেই দুই সন্তানকে নিয়ে দুবাই গিয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা । কিন্তু, লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি তাঁরা । তবে ফোনে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের ।

সঞ্জয়ের পরবর্তী ছবি 'সড়ক টু' ৷ সেখানে আলিয়া ভাট ও পূজা ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে মহেশ ভাট পরিচালিত এই ছবি । এছাড়াও 'শামশেরা' রয়েছে সঞ্জয়ের ঝুলিতে । সেখানে রণবীর কাপুর ও বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

মুম্বই : কাজের থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত । তবে চিন্তার কোনও কারণ নেই । চিকিৎসার জন্যই এই বিরতি নিচ্ছেন বলে আজ সোশাল মিডিয়ায় জানান অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সঞ্জয় । সেখানে তিনি লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট সব সময় নির্ভুল আসে না বলে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইটারে জানান সঞ্জয় নিজেই । শীঘ্রই বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি ।

এরপর রবিবার তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ছিলেন তিনি । গতকাল দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । এরপর আজ কাজ থেকে কয়েকদিনের জন্য বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন অভিনেতা ।

এদিকে লকডাউনের আগেই দুই সন্তানকে নিয়ে দুবাই গিয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা । কিন্তু, লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি তাঁরা । তবে ফোনে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের ।

সঞ্জয়ের পরবর্তী ছবি 'সড়ক টু' ৷ সেখানে আলিয়া ভাট ও পূজা ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে মহেশ ভাট পরিচালিত এই ছবি । এছাড়াও 'শামশেরা' রয়েছে সঞ্জয়ের ঝুলিতে । সেখানে রণবীর কাপুর ও বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.