বেঙ্গালুরু : অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাল বেঙ্গালুরু পুলিশ । মাদক চক্রের সঙ্গে তাঁর শ্যালক আদিত্য আলভার যোগ থাকার অভিযোগ দায়ের করা হয়েছে । সেই মামলার সূত্র ধরেই আজ বিবেকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ।
কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জিবারাজ আলভার ছেলে আদিত্য । স্যান্ডালউড মাদক চক্রের সঙ্গে আদিত্যর নাম জড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই তদন্ত চালিয়ে বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এমনকী, গ্রেপ্তার করা হয়েছে কন্নড় চলচ্চিত্র জগতের কয়েকজন অভিনেত্রীকে । তদন্তের সময় এই চক্রের সঙ্গে আদিত্যর জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ । তবে পুলিশের বক্তব্য, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না আদিত্যকে ।
এ প্রসঙ্গে বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল বলেন, "কটনপেট থানায় আদিত্যর নামে অভিযোগ দায়ের করা হয়েছে । বিবেক ওবেরয় ওনার আত্মীয় । সূত্র থেকে জানতে পেরেছিলাম ওনার বাড়িতেই আদিত্য লুকিয়ে রয়েছেন । তাই আদালতের থেকে ওয়ারেন্ট নিয়ে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ তাঁর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় ।" তবে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গিয়েছে কি না সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ ।
এই মামলায় এখনও পর্যন্ত কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী, সঞ্জনা গলরানি সহ 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এছাড়াও রয়েছেন রেভ পার্টির আয়োজক বিরেন খান্না, আবাসন নির্মাতা রাহুল থোনসে ও কয়েকজন নাইজেরিয়ান ।