ETV Bharat / sitara

বাড়িতে তল্লাশির পর রিয়ার ভাই ও স্যামুয়েলকে আটক NCB-র

বাড়িতে তল্লাশির পর আজ সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে আটক করে NCB ।

sdf
sdf
author img

By

Published : Sep 4, 2020, 9:39 AM IST

Updated : Sep 4, 2020, 10:54 AM IST

মুম্বই : আজ সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

  • Samuel Miranda detained by Narcotics Control Bureau (NCB), under provisions of Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985. https://t.co/SehPI3YMmO

    — ANI (@ANI) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । তিনি বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

রিয়ার হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাটে মাদকের ব্যবহার ও সরবরাহের বিষয়টি উঠে এসেছিল । এমনকী সৌভিক ও স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে একাধিকবার কথা হয়েছিল তাঁর । সেই চ্যাট থেকেই উঠে আসে সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহা এবং গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নামও । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে NCB । । এরপর আব্বাস লাখনি ও করণ অরোরা নামে দুই মাদক পাচারকারীকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । তাদের থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয় । জিজ্ঞাসাবাদের সময় আব্বাসের সূত্র ধরে জ়াইদ ভিলাত্রা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । বান্দ্রায় নিজের খাবারের দোকানোর আড়ালেই সে গাঁজা কেনাবেচা করত বলে জানা যায় ।

জ়াইদের সঙ্গে যে সৌভিকের যোগাযোগ রয়েছে সেকথা তদন্তের সময় জানতে পারে NCB । সূত্রের খবর, সৌভিককে গাঁজা সরবরাহ করত জ়াইদ । স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখা গিয়েছে সৌভিককে । আর সেই সূত্র ধরেই আজ সৌভিক ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি অভিযান চালান NCB আধিকারিকরা । আটক করা হয় তাঁদের দু'জনকে ।

মুম্বই : আজ সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

  • Samuel Miranda detained by Narcotics Control Bureau (NCB), under provisions of Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985. https://t.co/SehPI3YMmO

    — ANI (@ANI) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । তিনি বলেছিলেন, "রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

রিয়ার হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাটে মাদকের ব্যবহার ও সরবরাহের বিষয়টি উঠে এসেছিল । এমনকী সৌভিক ও স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে একাধিকবার কথা হয়েছিল তাঁর । সেই চ্যাট থেকেই উঠে আসে সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহা এবং গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নামও । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে NCB । । এরপর আব্বাস লাখনি ও করণ অরোরা নামে দুই মাদক পাচারকারীকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । তাদের থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয় । জিজ্ঞাসাবাদের সময় আব্বাসের সূত্র ধরে জ়াইদ ভিলাত্রা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা । বান্দ্রায় নিজের খাবারের দোকানোর আড়ালেই সে গাঁজা কেনাবেচা করত বলে জানা যায় ।

জ়াইদের সঙ্গে যে সৌভিকের যোগাযোগ রয়েছে সেকথা তদন্তের সময় জানতে পারে NCB । সূত্রের খবর, সৌভিককে গাঁজা সরবরাহ করত জ়াইদ । স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখা গিয়েছে সৌভিককে । আর সেই সূত্র ধরেই আজ সৌভিক ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি অভিযান চালান NCB আধিকারিকরা । আটক করা হয় তাঁদের দু'জনকে ।

Last Updated : Sep 4, 2020, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.