ETV Bharat / sitara

মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অর্পিতা - arpita pregnancy

মেয়ে আয়াতের জন্য বাড়িটিকে বেলুন দিয়ে সুন্দর করে সাজান আয়ূষ শর্মা ।

g
gf
author img

By

Published : Jan 1, 2020, 3:31 PM IST

মুম্বই : 27 ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অর্পিতা খান শর্মা । সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি । হাসপাতাল থেকে তাঁদের বাড়ি নিয়ে যান আয়ূষ শর্মা ।

স্ত্রী ও কন্যা সন্তানকে হাসপাতাল থেকে নিতে গিয়েছিলেন আয়ূষ । তখনই পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েন তিনি । অনুরোধ মতো তাঁদের ক্যামেরায় পোজ় দেন । এরপর কোলে ছোট্ট আয়াতকে নিয়ে হাসপাতালের বাইরে আসেন তিনি । সঙ্গে ছিলেন স্ত্রী অর্পিতা ও ছেলে আহিল । তাঁরা সবাই পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেন । এরপর গাড়িতে উঠে যান বাড়িতে ।

27 ডিসেম্বর ছিল সলমান খানের 54তম জন্মদিন । অর্পিতা চেয়েছিলেন ভাইজানের জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন । ঠিক সেই মতোই চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন অর্পিতা । অবশেষে জন্মদিনেই দেন সুখবর । ওই দিনই আয়ূষ ও অর্পিতার ঘরে আসে কন্যা সন্তান । মেয়ের নাম রাখেন আয়াত শর্মা ।

হাসপাতাল থেকে প্রথমবার বাড়িতে গেছে আয়াত । এই খুদে সদস্যকে স্বাগত জানাতে বাড়িটিকে সুন্দর করে বেলুন দিয়ে সাজান আয়ূষ ।

ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করেন আয়ূষ

সম্প্রতি মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অর্পিতা ।ছবিতে মেয়ের পাশাপাশি ছিল আয়ূষ শর্মা ও ছেলে আহিল । মেয়ের সঙ্গে একান্তেও ছবি তোলেন আয়ূষ । ছবির ক্যাপশনে অর্পিতা লেখেন, "আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত"।

2014 সালের নভেম্বরে তাজ ফলকনুমা হোটেলে আয়ূষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা । 2016 সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আহিলের । এরপর 2019-এর 27 ডিসেম্বর জন্মায় আয়াত ।

কাজের দিক থেকে 'কথা' ছবিতে অভিনয় করছেন আয়ূষ । সেনাবাহিনীর উপর ভিত্তি করে তৈরি ছবিটি । সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে । পরিচালনায় করণ ভুটানি । পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনার বোন ইসাবেলে কাইফ । এই ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হচ্ছে তাঁর ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : 27 ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন অর্পিতা খান শর্মা । সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি । হাসপাতাল থেকে তাঁদের বাড়ি নিয়ে যান আয়ূষ শর্মা ।

স্ত্রী ও কন্যা সন্তানকে হাসপাতাল থেকে নিতে গিয়েছিলেন আয়ূষ । তখনই পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েন তিনি । অনুরোধ মতো তাঁদের ক্যামেরায় পোজ় দেন । এরপর কোলে ছোট্ট আয়াতকে নিয়ে হাসপাতালের বাইরে আসেন তিনি । সঙ্গে ছিলেন স্ত্রী অর্পিতা ও ছেলে আহিল । তাঁরা সবাই পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেন । এরপর গাড়িতে উঠে যান বাড়িতে ।

27 ডিসেম্বর ছিল সলমান খানের 54তম জন্মদিন । অর্পিতা চেয়েছিলেন ভাইজানের জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন । ঠিক সেই মতোই চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন অর্পিতা । অবশেষে জন্মদিনেই দেন সুখবর । ওই দিনই আয়ূষ ও অর্পিতার ঘরে আসে কন্যা সন্তান । মেয়ের নাম রাখেন আয়াত শর্মা ।

হাসপাতাল থেকে প্রথমবার বাড়িতে গেছে আয়াত । এই খুদে সদস্যকে স্বাগত জানাতে বাড়িটিকে সুন্দর করে বেলুন দিয়ে সাজান আয়ূষ ।

ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করেন আয়ূষ

সম্প্রতি মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অর্পিতা ।ছবিতে মেয়ের পাশাপাশি ছিল আয়ূষ শর্মা ও ছেলে আহিল । মেয়ের সঙ্গে একান্তেও ছবি তোলেন আয়ূষ । ছবির ক্যাপশনে অর্পিতা লেখেন, "আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত"।

2014 সালের নভেম্বরে তাজ ফলকনুমা হোটেলে আয়ূষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা । 2016 সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আহিলের । এরপর 2019-এর 27 ডিসেম্বর জন্মায় আয়াত ।

কাজের দিক থেকে 'কথা' ছবিতে অভিনয় করছেন আয়ূষ । সেনাবাহিনীর উপর ভিত্তি করে তৈরি ছবিটি । সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে । পরিচালনায় করণ ভুটানি । পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনার বোন ইসাবেলে কাইফ । এই ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হচ্ছে তাঁর ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.