ETV Bharat / sitara

"সলমন অভিনীত ছবির দক্ষিণী নামও 'মেন্টাল' ছিল", বিস্ফোরক কঙ্গনা - সলমান

কঙ্গনা রানাওয়াত যেখানে থাকেন, সেখানেই মানুষজনের একটু বেশি সমস্যা হয়, এমনটাই দাবী করলেন অভিনেত্রী স্বয়ং।

কঙ্গনা রানাওয়াত
author img

By

Published : Jul 3, 2019, 10:34 PM IST

মুম্বই : ছিল 'মেন্টাল হ্য়ায় কেয়া', হয়ে গেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত এই ছবিতে 'মেন্টাল' শব্দটা নিয়ে অভিযোগ জানিয়েছিল ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটি। ফলে সেন্সর বোর্ডের হস্তক্ষেপে বদলেছে সেই নাম। তবে সলমন অভিনীত 'কিক' ছবির দক্ষিণী নামও ছিল 'মেন্টাল'। সেই ক্ষেত্রে তো কারো কোনও সমস্যা হয়নি...অভিযোগ কঙ্গনার।

'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন, "কঙ্গনা রানাওয়াতের নাম যেখানে থাকে, সেখানেই মানুষের অনেক বেশি সমস্যা হয়। সেই কথা মাথায় রেখে এখন আমরাও আমাদের রাস্তা আলাদা করতে শিখে গেছি।"

সলমন অভিনীত 'কিক' ছবিটির দক্ষিণী নাম ছিল 'মেন্টাল'। এই তথ্য সামনে এনে কঙ্গনা বলেন, "আমাদের বলা হয় কিছুদিন আগে থেকেই 'মেন্টাল' শব্দটা ব্যান করে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড আমাদের সঙ্গে সহযোগিতা করলেও সাইকায়ট্রিক সোসাইটি বিরোধীতা করতে থাকে। আমরাও তাই মেনে নিই ওদের অভিযোগ। অনেক সময়ই তোমার কাছে কোনও অপশন থাকে না।"

কঙ্গনার বক্তব্য

সেন্সর বোর্ডের তরফ থেকে U/A সার্টিফিকেট পেয়েছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। ছবিটি দেখে বেশ প্রশংসাও করেছেন বোর্ড মেম্বাররা। সেই নিয়ে খুশি অভিনেত্রী। আগামী ২৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।

মুম্বই : ছিল 'মেন্টাল হ্য়ায় কেয়া', হয়ে গেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত এই ছবিতে 'মেন্টাল' শব্দটা নিয়ে অভিযোগ জানিয়েছিল ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটি। ফলে সেন্সর বোর্ডের হস্তক্ষেপে বদলেছে সেই নাম। তবে সলমন অভিনীত 'কিক' ছবির দক্ষিণী নামও ছিল 'মেন্টাল'। সেই ক্ষেত্রে তো কারো কোনও সমস্যা হয়নি...অভিযোগ কঙ্গনার।

'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন, "কঙ্গনা রানাওয়াতের নাম যেখানে থাকে, সেখানেই মানুষের অনেক বেশি সমস্যা হয়। সেই কথা মাথায় রেখে এখন আমরাও আমাদের রাস্তা আলাদা করতে শিখে গেছি।"

সলমন অভিনীত 'কিক' ছবিটির দক্ষিণী নাম ছিল 'মেন্টাল'। এই তথ্য সামনে এনে কঙ্গনা বলেন, "আমাদের বলা হয় কিছুদিন আগে থেকেই 'মেন্টাল' শব্দটা ব্যান করে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড আমাদের সঙ্গে সহযোগিতা করলেও সাইকায়ট্রিক সোসাইটি বিরোধীতা করতে থাকে। আমরাও তাই মেনে নিই ওদের অভিযোগ। অনেক সময়ই তোমার কাছে কোনও অপশন থাকে না।"

কঙ্গনার বক্তব্য

সেন্সর বোর্ডের তরফ থেকে U/A সার্টিফিকেট পেয়েছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। ছবিটি দেখে বেশ প্রশংসাও করেছেন বোর্ড মেম্বাররা। সেই নিয়ে খুশি অভিনেত্রী। আগামী ২৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।

Intro:Body:

"সলমন অভিনীত ছবির দক্ষিণী নাম ছিল মেন্টাল", বিস্ফোরক কঙ্গনা



কঙ্গনা রানাওয়াত যেখানে থাকেন, সেখানেই মানুষজনের একটু বেশি সমস্যা হয়, এমনটাই দাবী করলেন অভিনেত্রী স্বয়ং।



মুম্বই : ছিল 'মেন্টাল হ্য়ায় কেয়া', হয়ে গেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবিতে 'মেন্টাল' শব্দটা নিয়ে অভিযোগ জানিয়েছিল ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটি। ফলে সেন্সর বোর্ডের হস্তক্ষেপে বদলেছে সেই নাম। তবে সলমান অভিনীত 'কিক' ছবির দক্ষিণী নাম ছিল 'মেন্টাল'। সেই ক্ষেত্রে তো কারো কোনও সমস্যা হয়নি...অভিযোগ কঙ্গনার।



'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন, "কঙ্গনা রানাওয়াতের নাম যেখানে থাকে, সেখানেই মানুষের অনেক বেশি সমস্যা হয়। সেই কথা মাথায় রেখে এখন আমরাও আমাদের রাস্তা আলাদা করতে শিখে গেছি।"



সলমন অভিনীত 'কিক' ছবিটির দক্ষিণী নাম ছিল 'মেন্টাল'। এই তথ্য সামনে এনে কঙ্গনা বলেন, "আমাদের বলা হয় কিছুদিন আগে থেকেই 'মেন্টাল' শব্দটা ব্যান করে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড আমাদের সঙ্গে সহযোগিতা করলেও সাইকায়ট্রিক সোসাইটি বিরোধীতা করতে থাকে। আমরাও তাই মেনে নেই ওদের অভিযোগ। অনেক সময়ই তোমার কাছে কোনও অপশন থাকে না।"



সেন্সর বোর্ডের তরফ থেকে U/A সার্টিফিকেট পেয়েছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। ছবি দেখে বেশ প্রশংসাও করেছেন বোর্ড মেম্বাররা। সেই নিয়ে খুশি অভিনেত্রী। আগামী ২৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।





 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.