ETV Bharat / sitara

লকডাউনেও প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন সলমনের বাবা সেলিম - সেলিম খানের খবর

লকডাউনের মধ্যেও প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন সলমন খানের বাবা সেলিম খান । কিন্তু, কেন লকডাউনকে অমান্য করছেন সেলিম ?

salim khan is getting out everyday
salim khan is getting out everyday
author img

By

Published : Apr 22, 2020, 4:16 PM IST

মুম্বই : লকডাউনে সবাইকে বাড়িতে থাকার উপদেশ দিয়েছেন সলমন খান । রীতিমতো কড়া ভাষায় সবাইকে সতর্ক করেছেন । তবে তাঁর বাবা সেলিম খান প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন । কিন্তু কেন ? উত্তরটা সেলিম নিজেই দিলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে ।

সেলিম জানালেন, "আমার কোমরে একটু সমস্যা আছে । তাই ডাক্তারের পরামর্শ নিয়েই আমি আমার হাঁটার রুটিনটা মেন্টেন করছি । গত 40 বছর ধরেই এই রুটিনের মধ্য়ে আছি আমি । ডাক্তার বলেছেন, হঠাৎ বন্ধ হয়ে গেলে আমার সমস্য়াটা আরও বেড়ে যাবে ।"

আর এই জন্য সরকারের অনুমতিও নেওয়া আছে সেলিমের । জানালেন, "30 এপ্রিল অবধি সরকারি পাস নেওয়া আছে আমার । আমি যাবতীয় নিয়ম মেনেই হাঁটছি । শুধু মেডিকেল গ্রাউন্ডেই আমায় অনুমতি দেওয়া হয়েছে ।"

সেলেব্রিটি বলেই তাঁকে নিয়ে এত চর্চা হচ্ছে, কিন্তু এমন অনেক নন-সেলেব্রিটি মানুষ আছেন যাঁরা প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছেন, অভিযোগ সেলিমের ।

"আমি যাবতীয় নিয়ম মেনেই হাঁটছি, আশা করব বাকিরাও নিয়ম মেনেই বেরোচ্ছেন", যুক্ত করলেন সলমন খানের বাবা ।

মুম্বই : লকডাউনে সবাইকে বাড়িতে থাকার উপদেশ দিয়েছেন সলমন খান । রীতিমতো কড়া ভাষায় সবাইকে সতর্ক করেছেন । তবে তাঁর বাবা সেলিম খান প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন । কিন্তু কেন ? উত্তরটা সেলিম নিজেই দিলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে ।

সেলিম জানালেন, "আমার কোমরে একটু সমস্যা আছে । তাই ডাক্তারের পরামর্শ নিয়েই আমি আমার হাঁটার রুটিনটা মেন্টেন করছি । গত 40 বছর ধরেই এই রুটিনের মধ্য়ে আছি আমি । ডাক্তার বলেছেন, হঠাৎ বন্ধ হয়ে গেলে আমার সমস্য়াটা আরও বেড়ে যাবে ।"

আর এই জন্য সরকারের অনুমতিও নেওয়া আছে সেলিমের । জানালেন, "30 এপ্রিল অবধি সরকারি পাস নেওয়া আছে আমার । আমি যাবতীয় নিয়ম মেনেই হাঁটছি । শুধু মেডিকেল গ্রাউন্ডেই আমায় অনুমতি দেওয়া হয়েছে ।"

সেলেব্রিটি বলেই তাঁকে নিয়ে এত চর্চা হচ্ছে, কিন্তু এমন অনেক নন-সেলেব্রিটি মানুষ আছেন যাঁরা প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছেন, অভিযোগ সেলিমের ।

"আমি যাবতীয় নিয়ম মেনেই হাঁটছি, আশা করব বাকিরাও নিয়ম মেনেই বেরোচ্ছেন", যুক্ত করলেন সলমন খানের বাবা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.