ETV Bharat / sitara

বডিগার্ড আর বাড়ির নিরাপত্তারক্ষীদের খাওয়ানোর দায়িত্ব নিলেন সলমনের

কোরোনা মোকাবিলায় 25 হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন সলমন খান । তবে তাঁর বাবা সেলিম খান জানালেন যে, সলমন নিজের বডিগার্ড ও অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের খাবার আয়োজনও করে চলেছেন গত 15 দিন ধরে ।

salim khan on salman khan's social work
salim khan on salman khan's social work
author img

By

Published : Mar 30, 2020, 5:54 PM IST

মুম্বই : সলমন খান সবসময়েই একজন দায়িত্বপূর্ণ নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন । তাঁর অধিকাংশ সমাজসেবার খবর কেউ রাখেন না, কারণ সলমন সেই কাজগুলো নিভৃতেই করতে চান । সম্প্রতি 25 হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন । তবে শুধু তাই নয়, তিনি গত 15 দিন ধরে নিজের বডিগার্ড ও অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের খাবার ব্য়বস্থাও করে চলেছেন । জানালেন বাবা সেলিম খান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেলিম জানান, "আমাদের পরিবারের একটা নীতি আছে । আমাদের টাকা যেখানে যায়, সেখানে কী কাজ হচ্ছে সেটা আমরা দেখি । টাকাটা যেন প্রয়োজনে কাজে আসে, সেদিকে নজর দিই । গত 15 দিন ধরে আমরা বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী ও সলমনের দেহরক্ষীদের জন্য খাবার অ্যারেঞ্জ করছি । আমাদের স্টাফদের পাশে অবশ্যই থাকব আমরা ।"

salim khan on salman khan's social work
ভাইজান..

তিনি এটাও জানান, "আমাদের সমস্ত কর্মচারীদের বাড়িতে থাকতে বলেছি । তাদের মাইনে ও অন্যান্য প্রয়োজনের খেয়াল রাখছি আমরা ।"

সাহায্যের জন্য সলমনের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । সংগঠনের সভাপতি বি এন তিওয়ারি বলেন, "তাঁর দ্বারস্থ হওয়ার পর তিনি সেই সমস্ত কর্মীদের নাম জানতে চান, যাদের টাকার চূড়ান্ত প্রয়োজন । এরকম 25 হাজার কর্মী রয়েছে বলে আমরা তাঁকে জানাই । তিনি সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠান ।"

বলিউডের একাংশের উদাসীনতা দেখে ক্ষুব্ধ তিওয়ারি । তবে সলমনের পদক্ষেপ মনে রাখার মতো, মনে করছে অনুরাগীরা ।

মুম্বই : সলমন খান সবসময়েই একজন দায়িত্বপূর্ণ নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন । তাঁর অধিকাংশ সমাজসেবার খবর কেউ রাখেন না, কারণ সলমন সেই কাজগুলো নিভৃতেই করতে চান । সম্প্রতি 25 হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন । তবে শুধু তাই নয়, তিনি গত 15 দিন ধরে নিজের বডিগার্ড ও অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের খাবার ব্য়বস্থাও করে চলেছেন । জানালেন বাবা সেলিম খান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেলিম জানান, "আমাদের পরিবারের একটা নীতি আছে । আমাদের টাকা যেখানে যায়, সেখানে কী কাজ হচ্ছে সেটা আমরা দেখি । টাকাটা যেন প্রয়োজনে কাজে আসে, সেদিকে নজর দিই । গত 15 দিন ধরে আমরা বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী ও সলমনের দেহরক্ষীদের জন্য খাবার অ্যারেঞ্জ করছি । আমাদের স্টাফদের পাশে অবশ্যই থাকব আমরা ।"

salim khan on salman khan's social work
ভাইজান..

তিনি এটাও জানান, "আমাদের সমস্ত কর্মচারীদের বাড়িতে থাকতে বলেছি । তাদের মাইনে ও অন্যান্য প্রয়োজনের খেয়াল রাখছি আমরা ।"

সাহায্যের জন্য সলমনের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । সংগঠনের সভাপতি বি এন তিওয়ারি বলেন, "তাঁর দ্বারস্থ হওয়ার পর তিনি সেই সমস্ত কর্মীদের নাম জানতে চান, যাদের টাকার চূড়ান্ত প্রয়োজন । এরকম 25 হাজার কর্মী রয়েছে বলে আমরা তাঁকে জানাই । তিনি সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠান ।"

বলিউডের একাংশের উদাসীনতা দেখে ক্ষুব্ধ তিওয়ারি । তবে সলমনের পদক্ষেপ মনে রাখার মতো, মনে করছে অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.