মুম্বই : পাকিস্তানে পারফর্ম করার অভিযোগে মিকা সিংকে বয়কট করেছে FWICE। মিকার সঙ্গে কোনও শিল্পী কাজ করলে তাঁকেও বয়কট করবে এই সংগঠন, জানা গেল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
রিপোর্টের খবর অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে সলমন খান ও মিকা সিং একটি ছয় শহরব্যাপী অনুষ্ঠান শুরু করতে চলেছেন। ২৮ অগাস্ট হোস্টনে মিকার এই টুরে যোগদান করার কথা। এই ঘটনার রেফারেন্সেই FWICE-এর কর্মকর্তাদের এই সতর্কবাণী বলে অনুমান করা যায়।
FWICE-র সাধারণ সম্পাদক অশোক দুবে এক সংবাদমাধ্যমকে জানান, "কোনও মানুষকে বয়কট করার অর্থ, আমাদের টেকনিশিয়ান, অভিনেতা, পরিচালক, এমনকি স্পট বয়রাও তার সঙ্গে কাজ করবেন না। ব্যান চলাকালীন যদি মিকার সঙ্গে কেউ কাজ করেন, ধরুন সলমন বা অন্য কেউ, তাহলে তাঁকেও বয়কট করা হবে।"
FWICE-এর সঙ্গে মিকা সিংয়ের মামলায় আজ চূড়ান্ত ফল ঘোষণার কথা। পাকিস্তানে পারফর্ম করার কারণ এক্সপ্লেন করবেন মিকা এবং তারপর ফল ঘোষণা করা হবে। মিকা যদি FWICE-এর সঙ্গে দেখা না করেন আজ, বয়কট জারী থাকবে সেক্ষেত্রে। এই সংক্রান্ত আর কোনও খবর এখনও জানা যায়নি।