মুম্বই : কোরোনা মোকাবিলায় নিজে যা সাহায্য করার করেছেন সলমন খান । এখনও করে চলেছেন । তবে শুধু সেটুকুতেই থেমে থাকেননি তিনি । দেশজুড়ে সমস্ত মানুষকে অনুদান দেওয়ায় উদ্বুদ্ধ করে চলেছেন তিনি ।
সম্প্রতি টুইটারে তিনি একটি ক্যাম্পেনও শুরু করলেন । 'অন্নদান' চ্যালেঞ্জ নিতে বললেন সকলকে, যেই চ্যালেঞ্জের মাধ্যমে প্রত্য়েকে কোনও না কোনও উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অসহায়দের ।
সলমনের দুই বন্ধু বাবা সিদ্দিকি ও জিশান সিদ্দিকি প্রায় 1 লক্ষ 25 হাজার পরিবারকে রেশন পৌঁছে দিয়েছেন । সেই খবর শেয়ার করেই এই ক্যাম্পেনের সূচনা করেছেন অভিনেতা ।
সলমন লিখেছেন, "বাবা আর বাবার বাবা জিশান 1 লক্ষ 25 হাজার পরিবারকে রেশন পৌঁছে দিয়েছে । এটা একটা চ্যালেঞ্জ, প্রত্যেকে যার অংশ হতে পারে । চ্য়ালেঞ্জ 'অন্নদান' । নিজে কর বা কোনও নির্ভরযোগ্য কাউকে দিয়ে করাও ।"
সলমন নিজে পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন । সেখান থেকেই তিনি যাবতীয় সমাজসেবা করছেন । কারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন তো কারও বাড়িতে পৌঁছে দিচ্ছেন রেশন । প্রতিমুহূর্তে সাহায্যের জন্য় প্রস্তুত সলমন ।