মুম্বই : প্রকাশ্যে এল মিঠুন চক্রবর্তীর ছেলে নামাশির প্রথম ছবির পোস্টার । ছবির নাম 'ব্যাড বয়'। আজ এই পোস্টার টুইটারে শেয়ার করেন সলমান খান । ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষি ।
ছবিতে নামাশির বিপরীতে দেখা যাবে আমরিন কুরেশিকে । পোস্টারটি শেয়ার করে সলমান লেখেন, "নামাশি 'ব্যাড বয়'-এর জন্য অনেক শুভেচ্ছা । পোস্টারটা খুবই ভালো !" এই রঙিন পোস্টারে নামাশির কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখা গিয়েছে আমরিনকে ।
-
All d vry best Namashi for #BadBoy. Poster lajawaab!@amrinqureshi99 @namashi_1 @khanwacky @InboxPictures @Penmovies @BadBoy_Film #jayantilalgada #sajidqureshi #rajkumarsantoshi #himeshreshammiya #amrin #namashichakraborty pic.twitter.com/Wrg3rntVnH
— Salman Khan (@BeingSalmanKhan) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All d vry best Namashi for #BadBoy. Poster lajawaab!@amrinqureshi99 @namashi_1 @khanwacky @InboxPictures @Penmovies @BadBoy_Film #jayantilalgada #sajidqureshi #rajkumarsantoshi #himeshreshammiya #amrin #namashichakraborty pic.twitter.com/Wrg3rntVnH
— Salman Khan (@BeingSalmanKhan) May 23, 2020All d vry best Namashi for #BadBoy. Poster lajawaab!@amrinqureshi99 @namashi_1 @khanwacky @InboxPictures @Penmovies @BadBoy_Film #jayantilalgada #sajidqureshi #rajkumarsantoshi #himeshreshammiya #amrin #namashichakraborty pic.twitter.com/Wrg3rntVnH
— Salman Khan (@BeingSalmanKhan) May 23, 2020
ছবি সম্পর্কে পরিচালক বলেন, "ড্রামা, মিউজ়িক, অ্যাকশন, রোম্যান্স এই সব বিষয়ই রয়েছে ছবিতে । আর সেটা পোস্টার দেখে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে । আশাকরি দর্শকদের এটি ভালোলাগবে । এই পোস্টারে দুই মুখ্য চরিত্রকে তুলে ধরা হয়েছে ।"
ছবি নিয়ে খুবই আনন্দিত নামাশি । তিনি বলেন, "এই ছবির মাধ্যমেই আমার স্বপ্ন পূরণ হল । এটা একটা কমার্শিয়াল সিনেমা । সাজিদ ভাই ও রাজজি আমাকে খুব সাহায্য করেছেন । শুটিংয়ের প্রতিটা মুহূর্তই আমি আনন্দ করে করেছি ।" ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন সাজিদ কুরেশি, ধাভাল জয়ন্তীলাল গাদা ও অক্ষয় জয়ন্তীলাল গাদা ।
অন্যদিকে পরিবারের একাধিক সদস্যর সঙ্গে এখন পানভেল ফার্মহাউজ়ে সময় কাটাচ্ছেন সলমান খান । রয়েছেন তাঁর বন্ধু ইউলিয়া ভান্তুর ও অভিনেত্রী জ্যাকলিন ফার্নানন্ডেজ়ও । লকডাউন জারির আগেই সেখানে চলে গিয়েছিলেন তিনি ।