ETV Bharat / sitara

ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ সলমানের

পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান খান । সম্প্রতি ট্রাক্টর চালিয়ে সেখানে জমিতে চাষ করতে দেখা গেল তাঁকে । সেই ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

োে্
োে্
author img

By

Published : Jul 20, 2020, 8:51 AM IST

Updated : Jul 20, 2020, 9:00 AM IST

মুম্বই : ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ট্রাক্টর । সেখানে চালকের আসনে বসে রয়েছেন স্বয়ং সলমান খান । ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ করতে দেখা গেল তাঁকে । কখনও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাদা জলের মধ্যে পা ডুবিয়ে ক্ষেতে হাঁটতেও দেখা গিয়েছে ভাইজানকে । সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন সলমান নিজেই । ছবির ক্যাপশনে লেখেন, "চাষ করা"।

কোরোনা পরিস্থিতির মধ্যে নিজের পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান । লকডাউন জারি হওয়ার আগেই পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সেখানে চলে যান তিনি । এখনও সেখানেই রয়েছেন । মাঝে মধ্যেই চাষ করতে দেখা যাচ্ছে তাঁকে । কয়েকদিন আগে আরও একটি পোস্ট করেন । সেখানে গায়ে কাদা মেখে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "সব কৃষকদের আমার শ্রদ্ধা..."।

এরআগে ধানগাছ হাতে নিয়ে ধান জমির মধ্যে হাসিমুখে দেখা যায় ভাইজানকে । ওই ছবির ক্যাপশনে লেখেন, "দানায় দানায় লেখা থাকে যে খায় তার নাম...জয় জওয়ান ! জয় কৃষক !"

লকডাউনের মধ্যে কয়েকটা মাস সেখানেই কাটিয়েছেন সলমান । সেখান থেকেই একের পর এক ভিডিয়ো পোস্ট করে কোরোনা নিয়ে সতর্ক করেছেন সাধারণ মানুষকে । এমনকী, লকডাউনের মধ্যে মুক্তি পেয়েছে তাঁর তিনটি গান । ফার্মহাউজ়ে বসেই সেই গানগুলি শুট করেন তিনি ।

মুম্বই : ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ট্রাক্টর । সেখানে চালকের আসনে বসে রয়েছেন স্বয়ং সলমান খান । ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ করতে দেখা গেল তাঁকে । কখনও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাদা জলের মধ্যে পা ডুবিয়ে ক্ষেতে হাঁটতেও দেখা গিয়েছে ভাইজানকে । সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন সলমান নিজেই । ছবির ক্যাপশনে লেখেন, "চাষ করা"।

কোরোনা পরিস্থিতির মধ্যে নিজের পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান । লকডাউন জারি হওয়ার আগেই পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সেখানে চলে যান তিনি । এখনও সেখানেই রয়েছেন । মাঝে মধ্যেই চাষ করতে দেখা যাচ্ছে তাঁকে । কয়েকদিন আগে আরও একটি পোস্ট করেন । সেখানে গায়ে কাদা মেখে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "সব কৃষকদের আমার শ্রদ্ধা..."।

এরআগে ধানগাছ হাতে নিয়ে ধান জমির মধ্যে হাসিমুখে দেখা যায় ভাইজানকে । ওই ছবির ক্যাপশনে লেখেন, "দানায় দানায় লেখা থাকে যে খায় তার নাম...জয় জওয়ান ! জয় কৃষক !"

লকডাউনের মধ্যে কয়েকটা মাস সেখানেই কাটিয়েছেন সলমান । সেখান থেকেই একের পর এক ভিডিয়ো পোস্ট করে কোরোনা নিয়ে সতর্ক করেছেন সাধারণ মানুষকে । এমনকী, লকডাউনের মধ্যে মুক্তি পেয়েছে তাঁর তিনটি গান । ফার্মহাউজ়ে বসেই সেই গানগুলি শুট করেন তিনি ।

Last Updated : Jul 20, 2020, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.