ETV Bharat / sitara

এক ছবিতে দুই খান ? - সলমন খানের খবর

হ্যাঁ, তেমনই শোনা যাচ্ছে । শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিতে নাকি RAW এজেন্টের চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন খান ।

Salman and Shah Rukh together in movie
Salman and Shah Rukh together in movie
author img

By

Published : Dec 14, 2020, 11:16 AM IST

মুম্বই : শাহরুখ খানকে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে দর্শক । দু'বছর পর শুটিং ফ্লোরে ফিরেছেন কিং । তবে চমকের এখানেই শেষ নয় । শাহরুখের সঙ্গে এই 'পাঠান' ছবিতে থাকতে চলেছেন সলমন খানও ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 'পাঠান' ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করবেন সলমন খান । এটাও শোনা গেছে যে, সলমন নাকি এক আন্ডারকভার RAW এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ।

10 থেকে 13 দিন শুট করবেন সলমন । শুটিং হবে দুবাইতে । যদিও তাঁকে কিছু সময়ের জন্যই দেখা যাবে 'পাঠান'-এ । তবে এই সব খবরের সত্যতা কতটুকু রয়েছে জানা নেই । অফিশিয়ালি কিছুই জানানো হয়নি ছবির টিমের তরফ থেকে ।

আরও পড়ুন : 'পাঠান' লুকে যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

এর আগেও শাহরুখের ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন সলমন । তাঁর 'জ়িরো' ছবিতেই দেখা গেছে ভাইজানকে । আমির খানের 'লাল সিং চড্ডা' ছবিতেও ছোটো চরিত্রে থাকবেন সলমন ।

ইন্ডাস্ট্রিতে খানেদের লড়াই নিয়ে এতদিন ধরে যে চর্চা চলত , সেটা যে এখন অনেকটাই হালকা তা বলাবাহুল্য ।

মুম্বই : শাহরুখ খানকে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে দর্শক । দু'বছর পর শুটিং ফ্লোরে ফিরেছেন কিং । তবে চমকের এখানেই শেষ নয় । শাহরুখের সঙ্গে এই 'পাঠান' ছবিতে থাকতে চলেছেন সলমন খানও ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 'পাঠান' ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করবেন সলমন খান । এটাও শোনা গেছে যে, সলমন নাকি এক আন্ডারকভার RAW এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ।

10 থেকে 13 দিন শুট করবেন সলমন । শুটিং হবে দুবাইতে । যদিও তাঁকে কিছু সময়ের জন্যই দেখা যাবে 'পাঠান'-এ । তবে এই সব খবরের সত্যতা কতটুকু রয়েছে জানা নেই । অফিশিয়ালি কিছুই জানানো হয়নি ছবির টিমের তরফ থেকে ।

আরও পড়ুন : 'পাঠান' লুকে যশ রাজ স্টুডিয়োর বাইরে শাহরুখ

এর আগেও শাহরুখের ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন সলমন । তাঁর 'জ়িরো' ছবিতেই দেখা গেছে ভাইজানকে । আমির খানের 'লাল সিং চড্ডা' ছবিতেও ছোটো চরিত্রে থাকবেন সলমন ।

ইন্ডাস্ট্রিতে খানেদের লড়াই নিয়ে এতদিন ধরে যে চর্চা চলত , সেটা যে এখন অনেকটাই হালকা তা বলাবাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.