ETV Bharat / sitara

মেজাজ হারিয়ে ফ্যানের মোবাইল কেড়ে নিলেন সলমন ! - সলমন খানের খবর

গোয়া এয়ারপোর্টে এক ফ্যানের থেকে মোবাইল কেড়ে নিলেন সলমন খান । ভাইজানের সঙ্গে একটি সেলফি তোলার চেষ্টা করছিলেন সেই ফ্যান ।

Salman Khan snatched phone of his fan
Salman Khan snatched phone of his fan
author img

By

Published : Jan 28, 2020, 7:13 PM IST

পানাজি : তারকাদের জীবন সহজ হয় না । তাঁরা যেখানেই যান, সেখানেই তাঁদের ঘিরে ধরে ফ্যানেরা । মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে হয় তারকাদের । তবে মেজাজ হারালেন সলমন খান । রাগের মাথায় মোবাইল কেড়ে নিলেন এক ফ্যানের । ভাইরাল হল সেই ভিডিয়ো ।

ঘটনাটা গোয়া এয়ারপোর্টের । এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন সলমন । সলমনের সঙ্গে সেই ফ্যান এগিয়ে আসছিলেন সেলফি তোলার জন্য । আর তখনই মেজাজ হারিয়ে ফোন কেড়ে নেন অভিনেতা ।

Salman Khan snatched phone of his fan
.

এয়ারপোর্টের পুলিশ ইন্সপেক্টর সাগর ইকোস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, কোনও ফর্মাল অভিযোগ জমা পড়েনি ।

রিপোর্ট বলছে, সলমন তাঁর পরবর্তী ছবি 'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং করতে গোয়া গেছিলেন । প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটনি ।

দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো...

পানাজি : তারকাদের জীবন সহজ হয় না । তাঁরা যেখানেই যান, সেখানেই তাঁদের ঘিরে ধরে ফ্যানেরা । মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে হয় তারকাদের । তবে মেজাজ হারালেন সলমন খান । রাগের মাথায় মোবাইল কেড়ে নিলেন এক ফ্যানের । ভাইরাল হল সেই ভিডিয়ো ।

ঘটনাটা গোয়া এয়ারপোর্টের । এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন সলমন । সলমনের সঙ্গে সেই ফ্যান এগিয়ে আসছিলেন সেলফি তোলার জন্য । আর তখনই মেজাজ হারিয়ে ফোন কেড়ে নেন অভিনেতা ।

Salman Khan snatched phone of his fan
.

এয়ারপোর্টের পুলিশ ইন্সপেক্টর সাগর ইকোস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, কোনও ফর্মাল অভিযোগ জমা পড়েনি ।

রিপোর্ট বলছে, সলমন তাঁর পরবর্তী ছবি 'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং করতে গোয়া গেছিলেন । প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটনি ।

দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো...

Intro:Body:

মেজাজ হারিয়ে ফ্যানের মোবাইল কেড়ে নিলেন সলমন !



গোয়া এয়ারপোর্টে এক ফ্যানের থেকে মোবাইল কেড়ে নিলেন সলমন খান । ভাইজানের সঙ্গে একটি সেলফি তোলার চেষ্টা করছিলেন সেই ফ্যান ।



পানাজি : তারকাদের জীবন সহজ হয় না । তাঁরা যেখানেই যান, সেখানেই তাঁদের ঘিরে ধরে ফ্যানেরা । মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে হয় তারকাদের । তবে মেজাজ হারালেন সলমন খান । রাগের মাথায় মোবাইল কেড়ে নিলেন এক ফ্যানের । ভাইরাল হল সেই ভিডিয়ো ।



ঘটনাটা গোয়া এয়ারপোর্টের । এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন সলমন । সলমনের সঙ্গে সেই ফ্যান এগিয়ে আসছিলেন সেলফি তোলার জন্য । আর তখনই মেজাজ হারিয়ে ফোন কেড়ে নেন অভিনেতা ।



এয়ারপোর্টের পুলিশ ইন্সপেক্টর সাগর ইকোস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, কোনও ফর্মাল অভিযোগ জমা পড়েনি ।



রিপোর্ট বলছে, সলমন তাঁর পরবর্তী ছবি 'রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং করতে গোয়া গেছিলেন । প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটনি ।



দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.