ETV Bharat / sitara

নিজেকে চাবুক মারছেন সলমন? সিনেমায় নয়, বাস্তবে... - সলমন খান ইনস্টাগ্রাম

হ্যাঁ ঠিকই পড়েছেন। সম্প্রতি অভিনেতার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেল এমনই।

Salman Khan Hurt
author img

By

Published : Aug 31, 2019, 1:17 PM IST

মুম্বই : সলমন কোনও একটি গ্রামে গেছিলেন, সেই গ্রামের পরিচয় ভিডিয়োয় পাওয়া যায়নি। সেখানে এক সম্প্রদায়ের মানুষ থাকেন যাঁরা নিজের গায়ে চাবুক মেরে নিজেকে যন্ত্রণা দেন। তাঁদের এই প্রদর্শনী দেখার মতো, দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। সলমন শুধু দেখলেনই না, নিজের উপর চাবুক মেরে উপলব্ধিও করলেন সেই যন্ত্রণা।

ভিডিয়োটি সলমন শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, "যন্ত্রণাকে উপলব্ধি করা ও শেয়ার করার আনন্দ পেলাম" সঙ্গে সলমন সতর্কবার্তাও দিয়েছেন যে, "বাচ্চারা এটা নিজের উপর বা অন্য কারো উপর প্রয়োগ কোরো না।"

দেখে নিন সলমনের সেই চাবুক মারার মুহূর্ত...

মুম্বই : সলমন কোনও একটি গ্রামে গেছিলেন, সেই গ্রামের পরিচয় ভিডিয়োয় পাওয়া যায়নি। সেখানে এক সম্প্রদায়ের মানুষ থাকেন যাঁরা নিজের গায়ে চাবুক মেরে নিজেকে যন্ত্রণা দেন। তাঁদের এই প্রদর্শনী দেখার মতো, দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। সলমন শুধু দেখলেনই না, নিজের উপর চাবুক মেরে উপলব্ধিও করলেন সেই যন্ত্রণা।

ভিডিয়োটি সলমন শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, "যন্ত্রণাকে উপলব্ধি করা ও শেয়ার করার আনন্দ পেলাম" সঙ্গে সলমন সতর্কবার্তাও দিয়েছেন যে, "বাচ্চারা এটা নিজের উপর বা অন্য কারো উপর প্রয়োগ কোরো না।"

দেখে নিন সলমনের সেই চাবুক মারার মুহূর্ত...

Intro:Body:

নিজেকে চাবুক মারছেন সলমন?



হ্যাঁ ঠিকই পড়েছেন। সম্প্রতি অভিনেতার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেল এমনই।



মুম্বই : সলমন কোনও একটি গ্রামে গেছিলেন, সেই গ্রামের পরিচয় ভিডিয়োয় পাওয়া যায়নি। সেখানে এক সম্প্রদায়ের মানুষ থাকেন যাঁরা নিজের গায়ে চাবুক মেরে নিজেকে যন্ত্রণা দেন। তাঁদের এই প্রদর্শনী দেখার মতো, দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। সলমন শুধু দেখলেনই না, নিজের উপর চাবুক মেরে উপলব্ধিও করলেন সেই যন্ত্রণা।



ভিডিয়োটি সলমন শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, "যন্ত্রণাকে উপলব্ধি করা ও শেয়ার করার আনন্দ একসঙ্গে।" সঙ্গে সলমন সতর্কবার্তাও দিয়েছেন যে, "বাচ্চারা এটা নিজের উপর বা অন্য কারো উপর প্রয়োগ কোরো না।"



দেখে নিন সলমনের সেই চাবুক মারার মুহূর্ত...  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.