মুম্বই : এই কোরোনা পরিস্থিতিতে যত রকম ভাবে সাহায্য করা যায়, করে দেখিয়েছেন সলমন খান । কখনও ত্রাণ দিয়ে, কখনও খাবর দিয়ে তো কখনও আর্থিক সাহায্য করে তিনি দুস্থদের পাশে দাঁড়িয়েছেন । সোশাল মিডিয়ার মাধ্যম তাঁর সতর্কতা জারির প্রয়াসও অব্যাহত ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সলমন । মুখে মাস্ক এঁটে সাইকেল চালাচ্ছেন তিনি । ক্যাপশনে লেখা, "সাবধানে থাকুন" । একইসঙ্গে শরীরচর্চা এবং মাস্ক পরার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিলেন ভাইজান ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি নিজের ব্র্যান্ডের মাস্ক ও স্যানিটাইজ়ার লঞ্চ করেছেন সলমন । এই সময়ে এর থেকে উপযুক্ত জিনিস আর কী হতে পারে ?
শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবেন সলমন । তাঁর অন্যান্য সহকর্মী অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানার মতো তিনিও স্টুডিয়োপাড়ার স্বাভাবিক ছন্দে গা ভাসাবেন ।