ETV Bharat / sitara

দিওয়ালি নয়, 'রাধে' মুক্তি পেতে পারে আগামী বছর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, বদ্ধ জায়গায় বায়ুর মাধ্যমেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে । এই তথ্য প্রকাশ হওয়ার পরই সিদ্ধান্তে বদল আনেন সলমান । আপাতত স্থগিত রাখা হচ্ছে 'রাধে'-র শুটিং । শোনা যাচ্ছে, দিওয়ালির পরিবর্তে 2021 সালে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

asd
asd
author img

By

Published : Jul 22, 2020, 9:18 AM IST

মুম্বই : কথা ছিল এ বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সলমান খানের আপকামিং ছবি 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। তবে শোনা যাচ্ছে, দিওয়ালির পরিবর্তে 2021 সালে মুক্তি পেতে চলেছে ছবিটি । ছবির কাস্ট ও ক্রুদের সুরক্ষার কথা মাথায় রেখেই সলমান শুটিং পিছিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে ।

প্রতি বছরই ইদে মুক্তি পায় সলমানের কোনও না কোনও ছবি । এছরও ইদে ফ্যানদের 'রাধে' উপহার দেবেন বলে ঠিক করেছিলেন তিনি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে সব কিছুই ভেস্তে যায় । বন্ধ করে দিতে হয় ছবির শুটিং । এমনকী, বন্ধ করে দেওয়া হয় সিনেমা হলও । তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরই ছবির বাকি থাকা অংশের শুটিং করবেন বলে ঠিক করেছিলেন সলমান ।

সেই অনুযায়ী বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান । তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, বদ্ধ জায়গায় বায়ুর মাধ্যমেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে । এই তথ্য প্রকাশ হওয়ার পরই সিদ্ধান্তে বদল আনেন সলমান ।

এই মুহূর্তে টিমের সদস্যদের জীবনের সুরক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সল্লু ভাই । কারণ, বদ্ধ ফ্লোরের মধ্যে একাধিক ক্রুকে নিয়ে শুটিং করলে তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । এদিকে বর্ষার মরশুমে আপাতত আউটডোর শুট সম্ভব নয় । তাই আপতত ছবির শুটিং শুরু হবে না অগাস্টে । অক্টোবরের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

লকডাউনের মধ্যে নিজের পানভেল ফার্মহাউজ়ে ছিলেন সলমান । এখনও সেখানেই রয়েছেন তিনি । সেখান থেকেই মাঝে মধ্যে আপডেট দিচ্ছেন । এদিকে এই সপ্তাহেই ফার্মহাউজ় থেকে বান্দ্রায় আসার কথা ছিল তাঁর । সূত্রের খবর, গত রবিবার সহ-প্রযোজক অতুল কুলকার্নি, সোহেল খান ও নিখিল নমিতের সঙ্গে আলোচনার পরে তিনি সেই পরিকল্পনাও বাতিল করে দেন ।

তাই 'রাধে'-র দিওয়ালিতে আসার কোনও সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছেন ফ্যানরা । শোনা যাচ্ছে, আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের ।

এই ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকে । ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা ।

মুম্বই : কথা ছিল এ বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সলমান খানের আপকামিং ছবি 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। তবে শোনা যাচ্ছে, দিওয়ালির পরিবর্তে 2021 সালে মুক্তি পেতে চলেছে ছবিটি । ছবির কাস্ট ও ক্রুদের সুরক্ষার কথা মাথায় রেখেই সলমান শুটিং পিছিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে ।

প্রতি বছরই ইদে মুক্তি পায় সলমানের কোনও না কোনও ছবি । এছরও ইদে ফ্যানদের 'রাধে' উপহার দেবেন বলে ঠিক করেছিলেন তিনি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে সব কিছুই ভেস্তে যায় । বন্ধ করে দিতে হয় ছবির শুটিং । এমনকী, বন্ধ করে দেওয়া হয় সিনেমা হলও । তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরই ছবির বাকি থাকা অংশের শুটিং করবেন বলে ঠিক করেছিলেন সলমান ।

সেই অনুযায়ী বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান । তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, বদ্ধ জায়গায় বায়ুর মাধ্যমেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে । এই তথ্য প্রকাশ হওয়ার পরই সিদ্ধান্তে বদল আনেন সলমান ।

এই মুহূর্তে টিমের সদস্যদের জীবনের সুরক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সল্লু ভাই । কারণ, বদ্ধ ফ্লোরের মধ্যে একাধিক ক্রুকে নিয়ে শুটিং করলে তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । এদিকে বর্ষার মরশুমে আপাতত আউটডোর শুট সম্ভব নয় । তাই আপতত ছবির শুটিং শুরু হবে না অগাস্টে । অক্টোবরের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

লকডাউনের মধ্যে নিজের পানভেল ফার্মহাউজ়ে ছিলেন সলমান । এখনও সেখানেই রয়েছেন তিনি । সেখান থেকেই মাঝে মধ্যে আপডেট দিচ্ছেন । এদিকে এই সপ্তাহেই ফার্মহাউজ় থেকে বান্দ্রায় আসার কথা ছিল তাঁর । সূত্রের খবর, গত রবিবার সহ-প্রযোজক অতুল কুলকার্নি, সোহেল খান ও নিখিল নমিতের সঙ্গে আলোচনার পরে তিনি সেই পরিকল্পনাও বাতিল করে দেন ।

তাই 'রাধে'-র দিওয়ালিতে আসার কোনও সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছেন ফ্যানরা । শোনা যাচ্ছে, আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের ।

এই ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকে । ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.