ETV Bharat / sitara

আইসোলেশনে রয়েছেন সলমান খান - coronavirus positive

চালক ও দুই পরিচারকের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পরই তাঁদের হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন সলমান । এরপর পরিবারের সঙ্গে 14 দিন আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নেন তিনি । এদিকে কয়েক দিন পরেই রয়েছে সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী । পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি বড় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সলমান । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে ।

sdf
sdf
author img

By

Published : Nov 19, 2020, 12:29 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত সলমান খানের গাড়ির চালক ও দু'জন পরিচারক । ইতিমধ্যেই তাঁদের মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন আইসোলেশনে রয়েছেন ভাইজান ।

চালক ও দুই পরিচারকের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পরই তাঁদের হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন সলমান । এরপর পরিবারের সঙ্গে 14 দিন আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নেন তিনি । এদিকে কয়েক দিন পরেই রয়েছে সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী । পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি বড় করে পালন করবেন বলে ঠিক করেছিলেন সলমান । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে ।

চলতি বছরের মার্চে লকডাউন ঘোষণার আগেই পরিবারের সদস্যদের নিয়ে পানভেল ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন সলমান । গোটা লকডাউন সেখানেই কাটান তিনি । ক্ষেতের কাজ থেকে শুরু করে পরিবারের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিয়ো সেখান থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । এছাড়া ওই ফার্মহাউজ় থেকেই তিনটি মিউজ়িক ভিডিয়ো প্রকাশ করেন তিনি । লকডাউনের মধ্যে ফার্মহাউজ়ে থাকাকালীন ওই ভিডিয়োগুলি শুট করেছিলেন । একটি ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়কেও ।

কাজের দিক থেকে লকডাউন শিথিল হওয়ার পর 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির শুটিং শুরু করেছিলেন সলমান । সেখানে রণদীপ হুডা ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । পরিস্থিতি ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পেত এই ছবি । কিন্তু, কোরোনার জেরে তা পিছিয়ে গিয়েছে । যদিও এরপর কবে তা মুক্তি পাবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত সলমান খানের গাড়ির চালক ও দু'জন পরিচারক । ইতিমধ্যেই তাঁদের মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন আইসোলেশনে রয়েছেন ভাইজান ।

চালক ও দুই পরিচারকের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পরই তাঁদের হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন সলমান । এরপর পরিবারের সঙ্গে 14 দিন আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নেন তিনি । এদিকে কয়েক দিন পরেই রয়েছে সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী । পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি বড় করে পালন করবেন বলে ঠিক করেছিলেন সলমান । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে ।

চলতি বছরের মার্চে লকডাউন ঘোষণার আগেই পরিবারের সদস্যদের নিয়ে পানভেল ফার্মহাউজ়ে চলে গিয়েছিলেন সলমান । গোটা লকডাউন সেখানেই কাটান তিনি । ক্ষেতের কাজ থেকে শুরু করে পরিবারের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিয়ো সেখান থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । এছাড়া ওই ফার্মহাউজ় থেকেই তিনটি মিউজ়িক ভিডিয়ো প্রকাশ করেন তিনি । লকডাউনের মধ্যে ফার্মহাউজ়ে থাকাকালীন ওই ভিডিয়োগুলি শুট করেছিলেন । একটি ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়কেও ।

কাজের দিক থেকে লকডাউন শিথিল হওয়ার পর 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির শুটিং শুরু করেছিলেন সলমান । সেখানে রণদীপ হুডা ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । পরিস্থিতি ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পেত এই ছবি । কিন্তু, কোরোনার জেরে তা পিছিয়ে গিয়েছে । যদিও এরপর কবে তা মুক্তি পাবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.