ETV Bharat / sitara

Salman Khan New Film : একবছর আগেই নিজের নতুন ছবির খবর দিয়ে দিলেন ভাইজান - salman khan books eid 2023 for kabhi eid kabhi diwali

2023 সালের ইদের দিনটি আগে থেকেই বুক করে নিলেন বলিউডের ভাইজান ৷ ইদের দিন আসতে চলেছে তাঁর নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali is releasing on eid 2023)৷ এই ছবিতে অভিনেত্রী পূজা হেগডের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷

Salman Khan New Film
একবছর আগেই নিজের নতুন ছবির খবর দিয়ে দিলেন ভাইজান
author img

By

Published : Feb 8, 2022, 11:05 AM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি : নতুন বছরের শুরুতেই আসছে একঝাঁক নতুন ছবি, করোনার প্রকোপ কাটিয়ে আবার ধীরে ধীরে ছন্দে ফিরছে বলিউড ৷ একদিকে যেমন এমাসের শেষেই পর্দায় আসতে চলেছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', তেমনই মার্চে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের 'ঝুন্ড', এছাড়া জন আব্রাহাম, কার্তিক আরিয়ান, অক্ষয় কুমার নতুন ছবি নিয়ে মেতে রয়েছেন সকলেই ৷ এর মাঝে বলিউডের ভাইজান সলমন খানের নতুন কোনও ছবির খবর আসবে না তাও কী হয় ৷ আর তাই নিজের আসন্ন ছবির খবর একেবারে এক বছর আগে দিয়ে দিলেন ভাইজান ৷ সলমনের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'-র নির্মাতারা জানিয়েছেন আগামী বছরের ইদের দিনটি আগে থেকেই বুক করে নিলেন তাঁরা ৷ অর্থাৎ 2023 সালের ইদের দিন আসতে চলেছে সলমনের 'কভি ইদ কভি দিওয়ালি' (Salman Khan Kabhi Eid Kabhi Diwali release date )৷

এই ছবিতে অভিনেত্রী পূজা হেগডের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান ৷ প্রযোজনার দায়িত্ব রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার ওপর ৷ পরিচালনা করছেন ফরহাদ সামজি যিনি ইতিমধ্যেই তাঁর দাদা সাজিদের সঙ্গে 'হাউসফুল 3' ছবিতে সহপরিচালক হিসাবে কাজ করে ফেলেছেন ৷ নির্মাতাদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, "সাজিদ নাদিয়াদওয়ালার নতুন ছবি, সলমন খান এবং পূজা হেগডে অভিনীত কভি ইদ কভি দিওয়ালি 2023 সালের ইদের দিন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ৷"

আরও পড়ুন : সলমনের সঙ্গে শ্যুটিংয়ের জের, ভ্যালেন্টাইন একসঙ্গে কাটাবে না ভি-ক্যাট

সাজিদ অবশ্য এর আগেও কাজ করেছেন সলমনের সঙ্গে ৷ 2014 সালে নির্মিত 'কিক' ছবিতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের জুটি ৷ এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে বলি দুনিয়ায় পা রেখেছিলেন সাজিদ ৷ ভাইজান অবশ্য এখন তাঁর নতুন ছবি 'টাইগার 3'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ৷ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় দেখা যাবে 56 বছর বয়সি এই অ্যাকশন হিরোকে ৷

মুম্বই, 8 ফেব্রুয়ারি : নতুন বছরের শুরুতেই আসছে একঝাঁক নতুন ছবি, করোনার প্রকোপ কাটিয়ে আবার ধীরে ধীরে ছন্দে ফিরছে বলিউড ৷ একদিকে যেমন এমাসের শেষেই পর্দায় আসতে চলেছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', তেমনই মার্চে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের 'ঝুন্ড', এছাড়া জন আব্রাহাম, কার্তিক আরিয়ান, অক্ষয় কুমার নতুন ছবি নিয়ে মেতে রয়েছেন সকলেই ৷ এর মাঝে বলিউডের ভাইজান সলমন খানের নতুন কোনও ছবির খবর আসবে না তাও কী হয় ৷ আর তাই নিজের আসন্ন ছবির খবর একেবারে এক বছর আগে দিয়ে দিলেন ভাইজান ৷ সলমনের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'-র নির্মাতারা জানিয়েছেন আগামী বছরের ইদের দিনটি আগে থেকেই বুক করে নিলেন তাঁরা ৷ অর্থাৎ 2023 সালের ইদের দিন আসতে চলেছে সলমনের 'কভি ইদ কভি দিওয়ালি' (Salman Khan Kabhi Eid Kabhi Diwali release date )৷

এই ছবিতে অভিনেত্রী পূজা হেগডের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান ৷ প্রযোজনার দায়িত্ব রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার ওপর ৷ পরিচালনা করছেন ফরহাদ সামজি যিনি ইতিমধ্যেই তাঁর দাদা সাজিদের সঙ্গে 'হাউসফুল 3' ছবিতে সহপরিচালক হিসাবে কাজ করে ফেলেছেন ৷ নির্মাতাদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, "সাজিদ নাদিয়াদওয়ালার নতুন ছবি, সলমন খান এবং পূজা হেগডে অভিনীত কভি ইদ কভি দিওয়ালি 2023 সালের ইদের দিন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ৷"

আরও পড়ুন : সলমনের সঙ্গে শ্যুটিংয়ের জের, ভ্যালেন্টাইন একসঙ্গে কাটাবে না ভি-ক্যাট

সাজিদ অবশ্য এর আগেও কাজ করেছেন সলমনের সঙ্গে ৷ 2014 সালে নির্মিত 'কিক' ছবিতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের জুটি ৷ এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে বলি দুনিয়ায় পা রেখেছিলেন সাজিদ ৷ ভাইজান অবশ্য এখন তাঁর নতুন ছবি 'টাইগার 3'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ৷ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় দেখা যাবে 56 বছর বয়সি এই অ্যাকশন হিরোকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.