ETV Bharat / sitara

বিবর্ণ বলিউডে কি রং ফেরাবে সলমানের রাধে? - রাধের ট্রোল

ট্রেলার রিলিজের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই টুইটারে বিপুল ভাবে ট্রোলড হতে থাকেন সলমান ও রাধে । অভিনেতা ও তাঁর ছবির বিরোধিতা করে ক্রমশই ট্রেন্ডিং হয়ে ওঠে #BoycottRadhe, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং-এর ফ্যানেদের দেওয়া এই হ্যাশট্যাগ । এখানেই শেষ নয় এরপর শুরু হয় রাধের ট্রেলারের বিভিন্ন দৃশ্য নিয়ে মিমের বন্যা ।

Salman Khan, Radhe
সলমান খান, রাধে,
author img

By

Published : Apr 23, 2021, 10:54 PM IST

Updated : Apr 24, 2021, 10:55 AM IST

হায়দরাবাদ, 23 এপ্রিল: সবকিছু ভালই চলছিল ! কিন্তু হঠাৎ ট্রোলের ঝড়, মিমের বন্যা ! 20-তে না হলেও 21-এ বটেই । ইদের দিন রাধে-ইন্ডিয়াজ় মোস্ট ওয়ানটেডের মুক্তির খবর গত বুধবার টুইটারে তাঁর ফ্যানেদের জানান সলমান। জানান 22 এপ্রিল ছবির ট্রেলার মুক্তির কথাও। ভক্তরদের শুভেচ্ছা টুইটে ভরে উঠে ভাইজানের অ্যাকাউন্ট। কিন্তু ট্রেলার রিলিজের 24 ঘণ্টা কাটতে না কাটতেই টুইটারে বিপুল ভাবে ট্রোলড হতে থাকেন সলমান ও রাধে ।

অভিনেতা ও তাঁর ছবির বিরোধিতা করে ক্রমশই ট্রেন্ডিং হয়ে ওঠে #BoycottRadhe, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং-এর ফ্যানেদের দেওয়া এই হ্যাশট্যাগ ।

এখানেই শেষ নয় এরপর শুরু হয় রাধের ট্রেলারের বিভিন্ন দৃশ্য নিয়ে মিমের বন্যা ।

নেটাগরিকদের অভিযোগ নাকি বাস্তবের সমস্ত রকম যুক্তিকে হার মানিয়েছে টাইগারের এই আক্শন থ্রিলার ।

কেউ বলছেন মারপিট, গান গাওয়ার পর এবার নাকি জীবনবিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান নিয়ে মেতেছেন সলমান । কেউ আবার রাধের ট্রেলারকে রেস থ্রি-র সিকুয়েল বলেও গুলিয়ে ফেলেছেন ।

তবে নিন্দুকেরা যতই টাইগারকে ট্রোল করুন না কেন ইতিমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে রাধে । ট্রেলারটি দেখেছেন আড়াই কোটিরও বেশি মানুষ । সলমান আর দিশা পাটনির সিটি মারও গানটিও পছন্দ করছেন অনেকেই ।

Salman Khan, Radhe
'সিটি মার' গানের একটি দৃশ্যে সলমান-দিশা

তাই ট্রেলার রিলিজের পরেই ট্রেন্ডিং ছিলেন দিশা পাটনিও । রাধেতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রণদীপ হুডাও ।

Salman Khan, Radhe
রাধের একটি দৃশ্যে অভিনেতা রণদীপ হুডা

আরও পড়ুন : ব্রেকফাস্ট-ব্যায়ামের পরই হার্ট অ্যাটাক, 47-এ প্রয়াত অভিনেতা

2020-তে করোনার ধাক্কায় অনেকটাই বিবর্ণ হয়ে পরে বলিউড । পিছিয়ে যায় বেশ কিছু বিগ বাজেটের ছবিও । পরিচালক প্রভু দেবার রাধেও সেই ছবিগুলির একটি । সেক্ষেত্রে রাধের মত বড় বাজেটের ছবির হাত ধরেই যে লক্ষ্মীলাভের আশায় এখন ইন্ডাস্ট্রি তা বলা বাহুল্য ।

সলমান খান, রাধে
রাধের হাত ধরে লক্ষ্মীলাভের আশায় বলিউড

ইদ মানেই সলমানের ছবি । টানা কয়েক বছর ধরে এটাই যেন রেওয়াজ হয়ে উঠেছিল । ছন্দপতন ঘটে 2020-তে । এর আগে প্রতিবারই ভাইজানের ছবির জমজমাট আক্শন সিকোয়েন্স,জবরদস্ত নাচের দৃশ্যে বিপুল ভাবে ফ্যানেদের হলমুখি করেছে । এখন দেখার ট্রোল, মিম ও করোনা সব কিছুকে ছাপিয়ে রাধে বক্স অফিসে সাড়া ফেলে কিনা ।

হায়দরাবাদ, 23 এপ্রিল: সবকিছু ভালই চলছিল ! কিন্তু হঠাৎ ট্রোলের ঝড়, মিমের বন্যা ! 20-তে না হলেও 21-এ বটেই । ইদের দিন রাধে-ইন্ডিয়াজ় মোস্ট ওয়ানটেডের মুক্তির খবর গত বুধবার টুইটারে তাঁর ফ্যানেদের জানান সলমান। জানান 22 এপ্রিল ছবির ট্রেলার মুক্তির কথাও। ভক্তরদের শুভেচ্ছা টুইটে ভরে উঠে ভাইজানের অ্যাকাউন্ট। কিন্তু ট্রেলার রিলিজের 24 ঘণ্টা কাটতে না কাটতেই টুইটারে বিপুল ভাবে ট্রোলড হতে থাকেন সলমান ও রাধে ।

অভিনেতা ও তাঁর ছবির বিরোধিতা করে ক্রমশই ট্রেন্ডিং হয়ে ওঠে #BoycottRadhe, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং-এর ফ্যানেদের দেওয়া এই হ্যাশট্যাগ ।

এখানেই শেষ নয় এরপর শুরু হয় রাধের ট্রেলারের বিভিন্ন দৃশ্য নিয়ে মিমের বন্যা ।

নেটাগরিকদের অভিযোগ নাকি বাস্তবের সমস্ত রকম যুক্তিকে হার মানিয়েছে টাইগারের এই আক্শন থ্রিলার ।

কেউ বলছেন মারপিট, গান গাওয়ার পর এবার নাকি জীবনবিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান নিয়ে মেতেছেন সলমান । কেউ আবার রাধের ট্রেলারকে রেস থ্রি-র সিকুয়েল বলেও গুলিয়ে ফেলেছেন ।

তবে নিন্দুকেরা যতই টাইগারকে ট্রোল করুন না কেন ইতিমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে রাধে । ট্রেলারটি দেখেছেন আড়াই কোটিরও বেশি মানুষ । সলমান আর দিশা পাটনির সিটি মারও গানটিও পছন্দ করছেন অনেকেই ।

Salman Khan, Radhe
'সিটি মার' গানের একটি দৃশ্যে সলমান-দিশা

তাই ট্রেলার রিলিজের পরেই ট্রেন্ডিং ছিলেন দিশা পাটনিও । রাধেতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রণদীপ হুডাও ।

Salman Khan, Radhe
রাধের একটি দৃশ্যে অভিনেতা রণদীপ হুডা

আরও পড়ুন : ব্রেকফাস্ট-ব্যায়ামের পরই হার্ট অ্যাটাক, 47-এ প্রয়াত অভিনেতা

2020-তে করোনার ধাক্কায় অনেকটাই বিবর্ণ হয়ে পরে বলিউড । পিছিয়ে যায় বেশ কিছু বিগ বাজেটের ছবিও । পরিচালক প্রভু দেবার রাধেও সেই ছবিগুলির একটি । সেক্ষেত্রে রাধের মত বড় বাজেটের ছবির হাত ধরেই যে লক্ষ্মীলাভের আশায় এখন ইন্ডাস্ট্রি তা বলা বাহুল্য ।

সলমান খান, রাধে
রাধের হাত ধরে লক্ষ্মীলাভের আশায় বলিউড

ইদ মানেই সলমানের ছবি । টানা কয়েক বছর ধরে এটাই যেন রেওয়াজ হয়ে উঠেছিল । ছন্দপতন ঘটে 2020-তে । এর আগে প্রতিবারই ভাইজানের ছবির জমজমাট আক্শন সিকোয়েন্স,জবরদস্ত নাচের দৃশ্যে বিপুল ভাবে ফ্যানেদের হলমুখি করেছে । এখন দেখার ট্রোল, মিম ও করোনা সব কিছুকে ছাপিয়ে রাধে বক্স অফিসে সাড়া ফেলে কিনা ।

Last Updated : Apr 24, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.